রাজ্য

গোটা রাজ্য জুড়ে শীতের আমেজ, সপ্তাহের শেষে বদলাতে পারে আবহাওয়া, পূর্বাভাস হাওয়া অফিসের

চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই ব্যাটিং হাঁকাচ্ছে শীত। আজ, মঙ্গলবারও বজায় থাকল শীতের আমেজ। পারদ সামান্য চড়লেও ঠাণ্ডা ঠাণ্ডা ভাব রয়েছেই। আবহাওয়া দফতরের কথায়, সকাল-সন্ধ্যে এই আমেজ বজায় থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে রাজ্যে।

আবহাওয়া দফতরের কথায়, আগামী শুক্রবার থেকে তাপমাত্রা একটু হলেও বাড়তে পারে। শীতের আমেজ কমলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত বললেই চলে। আজ, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যে আকাশ একেবারে পরিষ্কার।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লেও পশ্চিমের জেলাগুলিতে রাত বাড়লেই শীত বাড়বে জানাচ্ছে হাওয়া অফিস। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে শীতের প্রকোপ এখনকার তুলনায় বেশিই থাকবে বলে পূর্বাভাস।

অন্যদিকে, উত্তরবঙ্গের নানান জেলাতেই শীতের আমেজ বজায় থাকবে। দিনেরবেলা আকাশ ঝকঝকে থাকবে বলেই জানাচ্ছেন আবহবিদরা। এমনকি, জলপাইগুড়ি-শিলিগুড়ি থেকে ফের কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে পারে।

এদিকে আন্দামান সাগরের তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড়ের অভিমুখ তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে।

Back to top button
%d