৪২ ডিগ্রিতে পৌঁছবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, ত্বকে জ্বলন ধরানো গরম, জারি থাকবে তাপপ্রবাহ, উত্তরবঙ্গেও লু-এর সতর্কতা

চৈত্রমাসের শেষের দিক থেকেই পুরোদমে ব্যাটিং হাঁকাতে শুরু করে দিয়েছে গরম। আর বৈশাখ পড়ার সঙ্গে সঙ্গে তো গরমের ঝাঁঝ আরও বেড়েছে। ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে। এবার তার টার্গেট ৪২ ডিগ্রির মাত্রা ছোঁয়ার। দক্ষিণবঙ্গে সেরকম পরিস্থিতিরই সৃষ্টি হচ্ছে বটে।
গতকাল, রবিবার তাপমাত্রা সামান্য একটু কম ছিল যদিও। আকাশ হালকা মেঘাচ্ছন্ন ছিল। কিন্তু সপ্তাহের প্রথম দিন ফের নিজের ফর্মে গরম। আজ, সোমবার সকাল থেকেই বেড়েছে রোদের তেজ। এদিন তাপমাত্রা পৌঁছে যাবে ৪১ ডিগ্রিতে। সঙ্গে লু বওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতিই বজায় থাকবে। তাপপ্রবাহ চলবে রাজ্য জুড়ে। শুকনো ও গরম হাওয়ায় পুড়বে চামড়া। শুক্রবার পর্যন্ত অস্বস্তিকর পরিবেশই থাকবে। আপাতত কোনও স্বস্তি নেই এই মুহূর্তে।
গতকাল, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ, সোমবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। এত বেশি তাপমাত্রা এবং সর্বোচ্চ ৮৫% আপেক্ষিক আর্দ্রতার জেরে রবিবার ঘেমে নেয়ে নাকাল হয়েছে রাজ্যবাসী। তবে আজ আপেক্ষিক আর্দ্রতা কমতে পারে। বেলা বাড়লেই শুকনো গরম তাপপ্রবাহ শুরু হবে। দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা। দুই দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি জেলাগুলি বাদে উত্তরবঙ্গের বাকি জেলায় হালকা গরম হাওয়া বওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গের জেলাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে।