মমতার হয়ে ভোট প্রচারে আসতে পারেন শরদ পাওয়ার-তেজস্বী যাদব! মুখ ফুলছে বঙ্গ কংগ্রেস নেতৃত্বের

আরও পড়ুন-ফ্ল্যাট থেকে উদ্ধার বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য গেরুয়া শিবিরে
তবে গোল বেধেছে অন্য জায়গায়। শরদ পাওয়ার তেজস্বী যাদবরা পশ্চিমবঙ্গে তৃণমূলকে সমর্থন করায় মুখ খুলেছে সংযুক্ত মোর্চার কংগ্রেসের। যেমন শরদ পাওয়ারের দল মহারাষ্ট্রে কংগ্রেসের জোটসঙ্গী হলেও এই রাজ্যে বিজেপিকে রুখতে তৃণমূলেই আস্থা রেখেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। মমতার পাশে থেকে বাংলার নির্বাচনে বিজেপিকে হারাতে মরিয়া তিনি। পূর্বঘোষিত সিদ্ধান্ত মতো সংযুক্ত মোর্চার সঙ্গী হিসেবেই বাংলার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিল এনসিপি। কিন্তু শেষপর্যন্ত পওয়ার বাংলায় না লড়ে মমতাকে সমর্থনের সিদ্ধান্ত নেন। একইভাবে তেজস্বী যাদবের আরজেডিও বিহারে কংগ্রেসের জোটসঙ্গী হওয়া সত্ত্বেও এই রাজ্যে সমর্থন করছে তৃণমূলকে।
আরও পড়ুন-মোদীর সভায় উপস্থিত থাকবেন প্রভাবশালী তৃণমূল সাংসদ, ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু জল্পনা
অন্যদিকে, কেন্দ্রীয় স্তরের দুই জোটসঙ্গীর এই মমতা-প্রীতিতে অসন্তুষ্ট বাংলার কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যেই তৃণমূলের হয়ে প্রচারে না আসতে অনুরোধ করে শরদ পাওয়ার ও তেজস্বী যাদবকে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। মঙ্গলবার ই-মেইল মারফত দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে এই বার্তা পাঠান প্রদীপ। এদিন কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে রাজ্যসভার ওই কংগ্রেস সাংসদ বলেন, ‘‘আমি শরদ পওয়ার ও তেজস্বী যাদবকে ই-মেল পাঠিয়ে তৃণমূলের হয়ে প্রচারে না নামার জন্য অনুরোধ করেছি।’’ তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে যে বিজেপির বিরুদ্ধে কেবলমাত্র তৃণমূল লড়াই করছে, এমনটা নয়। বিজেপির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস ও বামপন্থী বন্ধুরাও প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে লড়াই করে যাচ্ছে। তাই শুধুমাত্র বাংলার ভোটে আরজেডি বা এনসিপি তৃণমূলের জন্য ভোট প্রচার করবেন, এটা ঠিক নয়।”