রাজ্য

অন্য পুরুষে মন মজেছে স্ত্রীর, ডালের সঙ্গে ৩০টিরও বেশি ঘুমের ওষুধ মিশিয়ে টিবি আক্রান্ত স্বামীকে খাওয়ালেন মহিলা, কাটা হল গো’প’না’ঙ্গও

ঘটনার সূত্রপাত গত সোমবার সকালে। প্রতিবেশীদের জোরে জোরে ডাক দিতে থাকেন বছর ৪৩-এর মহিলা তনুশ্রী বেরা। কাঁদতে কাঁদতে বলেন তাঁর স্বামী নাকি মারা গিয়েছেন। প্রতিবেশীদের সঙ্গে মিলে স্বামীর সৎকারের চেষ্টাও করেন। তবে সন্দেহ হয় প্রতিবেশীদের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাতেই উঠে আসে আসল সত্যি।

ঘটনার তদন্ত করতেই পুলিশ জানতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তনুশ্রীর। তার প্রেমিকের নাম শ্যামল বেরা। দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হল উত্তরে মেলে অসঙ্গতি। সেই কারণে দু’জনকেই গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, স্বামীকে খুন করার জন্য তাঁর ডালে ৩০টি ঘুমের ওষুধ মিশিয়েছিলেন তনুশ্রী। সেই ওষুধ সরবরাহ করেন তার প্রেমিক শ্যামল।

জানা গিয়েছে, তনুশ্রীর স্বামী তুষারকান্তি বেরা দীর্ঘদিন ধরেই টিবি-তে আক্রান্ত। ধীরে ধীরে সেরে উঠছিলেন তিনি। এরই মধ্যে বছর দুয়েক ধরে শ্যামলের সঙ্গে সম্পর্কে জড়ান তনুশ্রী। রাতে শ্যামলকে বাড়িতে থাকতে দেওয়া নিয়ে ঝামেলা বাঁধে স্বামী-স্ত্রীর মধ্যে। সেই ঝামেলা মেটাতে সালিশি সভাও বসে। সতর্ক করার পরও কথা শোনে নি শ্যামল ও তনুশ্রী, কেউই।

এই বিষয়ে রায়চক গ্রামের বাসিন্দা তথা রামচক পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তপনকুমার মান্না একাধিকবার দম্পতির বিবাদ মিটিয়েছেন। তপন মান্না বলেন, “ওদের সম্পর্কের অবনতি হওয়ায় তা বসে সমাধানের চেষ্টা বার বার করেছি। কিন্তু এরকম একটি সম্পর্কের পরিণতি এতটা ভয়াবহ হবে সেটা কল্পনাও করতে পারিনি”।

জানা গিয়েছে, রবিবার রাতে স্বামীকে ডাল, ভাত, সবজি খেতে দেন তনুশ্রী। সেই ডালের সঙ্গেই ৩০টিরও বেশি ঘুমের ওষুধ মিশিয়ে দেন তিনি। এক সপ্তাহ ধরে ধীরে ধীরে জোগাড় করছিলেন সেই ওষুধ। তবে সেই ওষুধ খেয়েও মৃত্যু না হওয়ায় গো’প’না’ঙ্গে আঘাত করা হয় বলেও জানা গিয়েছে। স্থানীয়দের মত, শ্যামলের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতেই এমন করেছেন তনুশ্রী।

জানা গিয়েছে, ওই দম্পতির মেয়ে নার্সিং পড়ুয়া। ছেলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। স্বামী অসুস্থতার জেরে মারা গিয়েছে বলে নিজের সন্তানদেরও বোঝাতে সফল হয়েছিল তনুশ্রী। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় ময়নাতদন্ত না করে দেহ সৎকারে আপত্তি তোলেন তাঁরা। পুলিশের জেরার মুখে স্ত্রী খুনের কথা স্বীকার করে নেয়।

অন্যদিকে, জানা গিয়েছে শ্যামলও বিবাহিত। স্ত্রী ও দুই সন্তান রয়েছে তার। আজ তনুশ্রী ও শ্যামলকে তমলুক আদালতে তোলা হয়।

Back to top button
%d bloggers like this: