অফবিট

ধরে রাখতে পারেন নি উত্তেজনা, অতিথিদের সামনেই স্ত্রী-কে চু’ম্ব’ন করে বসলেন বর, রাগে সোজা পুলিশে অভিযোগ নতুন বউয়ের

ঘোড়ায় সওয়ার হয়ে ধূমধাম করে বরযাত্রী নিয়ে পাত্রীর দোরগোড়ায় হাজির হয়েছিলেন বর। পাত্রীর বাড়ি থেকেও বরকে বরণ করে তোলা হয়। বিয়ে সম্পন্ন হয় নির্বিঘ্নেই। কিন্তু গোল বাঁধল বউভাতের দিন। রাতেই ফুলশয্যা। কিন্তু সেই উত্তেজনা আর চেপে রাখতে পারেন নি নতুন বর। নিমন্ত্রিত সকল অতিথির সামনেই নতুন বউকে চু’ম্ব’ন করে বসেন তিনি। আর এর জেরে রেগে মঞ্চ ছেড়ে বেরিয়ে সোজা থানায় গেলেন নতুন বউ। অভিযোগ জানালেন স্বামীর নামে।

এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বলে। পুলিশ সূত্রে খবর, গত ২৬শে নভেম্বর বিয়ে হয় ওই যুগলের। এরপর ২৮শে নভেম্বর উত্তরপ্রদেশের সম্বলের পাভাসা গ্রামে তাদের বউভাতের প্রীতিভোজ ছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ৩০০ জন মতো অতিথি। হঠাৎই বর সকলের সামনেই চু’ম্ব’ন করে স্ত্রী-কে। এরপরই রেগে মঞ্চ ছেড়ে চলে যান নতুন বউ।

পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে বউয়ের ঘরে যান। তাঁকে বুঝিয়ে মঞ্চে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু নিজের জেদ বজায় রাখে নতুন বউও। মঞ্চে না উঠে, সোজা থানায় চলে যান তিনি। সেখানে গিয়ে তিনি জানান, এমন চরিত্রের স্বামীর সঙ্গে তিনি সংসার করতে চান না।

লিখিত অভিযোগে নতুন বউ বলেন, “আমি ওর সঙ্গে আর থাকতে চাই না। আমি নিজের বাড়িতেই থাকব। আমার ওর ব্যবহার একদম পছন্দ হয়নি। একজন মানুষ যিনি ৩০০ জন অতিথির সামনে এমন কাজ করতে পারে, সে কীভাবে নিজের ব্যবহার বদলাবে? এই ধরনের ব্যবহারের জন্য ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত”।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নতুন বর। তাঁর কথায়, স্ত্রীর সঙ্গে বাজি রেখেই তিনি মঞ্চে তাঁকে চু’ম্ব’ন করেছেন। তাঁর স্ত্রী তাঁকে শর্ত দেন যে তিনি যদি মঞ্চে দাঁড়িয়ে সকলের সামনে তাকে চু’ম্ব’ন করতে পারেন, তাহলে তিনি তাঁকে ১৫০০ টাকা দেবেন। আর না করতে পারলে তাঁকে তাঁর স্ত্রীকে ৩০০০ টাকা দিতে হবে।

কিন্তু অভিযোগকারিণীর দাবী, এমন কোনও বাজি ধরেন নি তিনি। শেষ পর্যন্ত দুই পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা একসঙ্গে থাকবেন না। তাদের বিয়ে যেহেতু এখনও রেজিস্টার হয়নি, তাই বিবাহ বিচ্ছেদে কোনও সমস্যা হবে না।

Back to top button
%d