অফবিট

বিস্ময়কর! হজ করতে এক বছরেরও বেশি সময় ধরে হেঁটে ৮,৬৪০ কিলোমিটার পথ পেরিয়ে মক্কা, কেরলের যুবকের প্রশংসায় নেটিজেনরা

দুর্গম পথ পেরিয়ে তীর্থস্থানে পৌঁছনোর ঘটনা নতুন কিছু নয়। সব ধর্মের মানুষই এমনটাই করে থাকেন। কিন্তু তা বলে এক বছরেরও বেশি সময় হাঁটা, এটা একটু অবিশ্বাস্যই বটে। এমনই অসম্ভবকে সম্ভব করলেন এক ভারতীয় যুবক। ৮,৬৪০ কিলোমিটার পথ এক বছর ধরে হেঁটে হজ করতে মক্কায় পৌঁছলেন তিনি। এমন নজিরবিহীন ঘটনায় ওই যুবককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটবাসীরা। মুসলিম ধর্মপ্রাণদের মতে, এমন ঘটনা বিস্ময়কর।

ওই যুবকের নাম শিহাব ছোটু। তিনি কেরলের মালাপ্পুরম জেলার ভ্যালানচেরির বাসিন্দা। সেখান থেকেই পায়ে হেঁটে মক্কায় যাওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা মতোই ভারত পেরিয়ে চারটি দেশ, অর্থাৎ পাকিস্তান, ইরান, ইরাক ও কুয়েত পেরিয়ে মক্কায় পৌঁছন তিনি।

গত বছরের ২ জুন শিহাব যাত্রা শুরু করেছিলেন। চলতি বছরের জুন মাসে নিজের গন্তব্যে পৌঁছন তিনি। এর জন্য ৩৭০ দিন প্রায় ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ হাঁটতে হয়েছে তাঁকে। শিহাব প্রথমে উত্তর ভারত হয়ে পাকিস্তান যান। তারপর সেখান থেকে ইরান এবং ইরাক হয়ে চলে যান কুয়েতে। চলতি বছরের মে মাসে শিহাব পৌঁছে যান কুয়েত এবং সৌদি আরবের সীমান্তে।

প্রথমে মদিনায় পৌঁছন শিহাব। তারপর সেখানে ২১ দিন থেকে পাড়ি দেন মক্কার উদ্দেশে। ৪৪০ কিলোমিটার রাস্তা ৯ দিনে অতিক্রম করেন তিনি। জানা গিয়েছে, ওয়াঘা সীমান্তে ভিসার সমস্যার জেরে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল শিহাবকে। সেই কারণে সেখানকার এক স্কুলে বেশ কয়েক মাস থাকতে হয়েছিল তাঁকে।

দীর্ঘ অপেক্ষার পর মেলে ট্রানজিট ভিসা। তারপরই তিনি ফের নিজের লক্ষ্যের উদ্দেশে বেরিয়ে পড়েন। পায়ে হেঁটে মক্কায় পৌঁছনোর লক্ষ্যমাত্রা পূর্ণ হয় শিহাবের। এই যুবকের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে নিজের দীর্ঘ যাত্রাপথের কথা শেয়ার করেছেন শিহাব। তাঁর এই যাত্রাপথের কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে নেটিজেনদের মুখে মুখে।

Back to top button
%d bloggers like this: