সরকারি হাসপাতালের ক্যান্টিনের খাবারের উপর ঘুরছে ইঁদুর, খুঁটে খুঁটে খাচ্ছে খাবারও, ভিডিও সামনে আসতেই তুমুল বিতর্ক

কাচের শোকেসের মধ্যে খাবার সাজিয়ে রাখা রয়েছী। আর সেই খাবারের উপরই অবাধে বিচরণ করে চলেছে গণেশ বাহন। মাঝমধ্যে আবার খাবার খুঁটে খুঁটে খাচ্ছেও সে। এমনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল এক সরকারি হাসপাতালের ক্যান্টিনে। এই ভিডিও সামনে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে।
কী ঘটেছে ঘটনাটি?
এমনিতেই দেশের সরকারি হাসপাতাল নিয়েব নানান সময় নানান অভিযোগ উঠে আসে। কখনও সরকারি হাসপাতালের ওয়ার্ডের মধ্যে কুকুর, বিড়াল ঘুরে বেড়ানো নিয়ে অভিযোগ ওঠে, তো কখনও হাসপাতালের পরিবেশ অপরিষ্কার নিয়ে অভিযোগ করা হয়। এবার দেখা গেল হাসপাতালের ক্যান্টিনের খাবারের উপরই ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের স্ট্যানলি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনার একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।
কী দেখা গেল ভিডিওতে?
ভিডিওতে দেখা গিয়েছে, ওই হাসপাতালের ক্যান্টিনের খাবারের উপর অবাধ বিচরণ করছে ইঁদুর। এই ঘটনাটি ওই হাসপাতালের এক রোগীর পরিজন যিনি ক্যান্টিন থেকে খাবার নিতে এসেছিলেন, তাঁর নজরে আসে। এই নিয়ে ক্যান্টিন কর্মীকে অভিযোগ করলে, ওই কর্মী জানান যে ওই খাবার পচে গিয়েছে। তা ক্রেতাদের আর দেওয়া হবে না। এই ঘটনা সামনে আসার পর ওই ক্যান্টিন বন্ধের নির্দেশ দেন হাসপাতালের ডিন পি বালাজি।
While lapses in food safety protocols at private eateries in #TamilNadu have been constantly making headlines this year, this video of a rat feasting on food in Stanley medical college and hospital's canteen in #Chennai has emerged. The canteen has been shut by @fssaiindia pic.twitter.com/XzE4Ie2jAt
— Nidharshana Raju (@NidharshanaR) November 14, 2023
এই ঘটনার ভিডিও সামনে আসতেই শুরু হয় ব্যাপক বিতর্ক। রোগীর পরিজনের অভিযোগ, “বিষয়টি প্রকাশ্যে আসতেই মিথ্যে কথা বলেছে ক্যান্টিনের কর্মী”। এই ঘটনার জেরে চাপে পড়ে হাসপাতালের ডিন ডাঃ পি বালাজি জানান, আপাতত ক্যান্টিন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিনের দাবী, “দীপাবলিতে দুদিন ক্যান্টিনে ছুটি ছিল। গত দুই দিন কোনও খাবার বেচাকেনা হয়নি। বাসি খাবারগুলি সরানো হয়েছে এবং বাতিল করা হয়েছে। জনসাধারণের কাছে বিক্রি করা হয়নি। ঠিকভাবে পরিচ্ছন্ন না করা অবধি বন্ধ থাকবে হাসপাতালের ক্যান্টিন”।