
আইপিএলের ১৪ তম আসরের জন্য চেন্নাইতে নিলাম শেষ হয়েছে। শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কলকাতা নাইট রাইডার্সের নিলাম টেবিলে উপস্থিত ছিলেন, যে ছবি টুইটারে বেশ ভাইরাল হয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের দলটি এ পর্যন্ত নিলামে সাবিক আল হাসান, হরভজন সিং, করুন নায়ার, বেন কাটিং, শেল্ডন জ্যাকসন, বৈভব আরোরা, ভেঙ্কটেশ আইয়ার এবং পাওয়ান নেগীকে কিনেছে। বলিউডের কিং খান তথা কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের ছেলে আরিয়ান খান খেলোয়াড়দের জন্য বিড রাখতে কেকেআরের নিলাম টেবিলে এসেছেন।
আরও পড়ুন: আইপিএলের ইতিহাসে রেকর্ড: সর্বাধিক দরের খেলোয়াড় ক্রিস মরিস, ১৬.২৫ কোটি টাকায় কিনল এই ফ্রাঞ্চাইজি
Aryan Khan sitting with kkr think tank in the ipl auctions 2021! #IPLAuction2021 #IPLAuction #IPL2021 #IPL2021Auction #IPLAuctions2021 #ipl20201 @IPL @KKRiders @iamsrk pic.twitter.com/jqDX4jr4nz
— Ayush Rungta(Honey) (@Ayushrungta22) February 18, 2021
এক অনুরাগী ক্রিকেট সম্পর্কে তাঁর জ্ঞান নিয়ে কৌতুকও করেছেন, আবার অনেক সমর্থক নিলাম টেবিলে তাঁর বসা নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে জুহি চাওলা ও জয় মেহতাত মেয়েও ছিলেন অকশন টেবিলে। অন্যদিকে স্টিভ স্মিথকে এবার দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলতে দেখা যাবে, আর গ্লেন ম্যাক্সওয়েল আবারও বেশি দর পেলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন তিনি।