BIG BREAKING: মার্চ মাসে এইদিন ব্রিগেডে আসছেন নরেন্দ্র মোদী!

এখনও ঘোষণা হয়নি ভোটের দিন তার আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদী। জানা গেল আগামী ৭ই মার্চ ব্রিগেডের ঐতিহাসিক নির্বাচনী সমাবেশে যোগদান করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন – বাংলা জয়ে নয়া রণনীতি বিজেপির, নির্দিষ্ট আসন সামলানোর দায়িত্ব পাচ্ছেন দাপুটে ২২ কেন্দ্রীয় নেতা!
কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর দফতর থেকে রাজ্য বিজেপির সদরদপ্তরে এই খবর জানানো হয়েছে। ইতিমধ্যেই বিজেপি’র জেলা সংগঠনগুলিতেও এই খবর চলে গিয়েছে। ওই দিন যাতে ব্রিগেডে লোক সমাগম যথেষ্ট পরিমাণে হয় তার জন্য জেলা সংগঠনগুলোকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন – দুর্নীতিবাজদের পাতাল থেকে খুঁজে এনে জেলে পাঠানো হবে, কাকদ্বীপের সভা থেকে শাহ্’র হুঁশিয়ারি
এই বছর বঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট বৈতরণী পার করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। প্রায়শই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ২২শে মার্চ ব্যান্ডেলের ডানলপ মাঠে সভা করবেন নরেন্দ্র মোদী। তার কিছুদিন পরেই ৭ই মার্চ আবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। ফলে বঙ্গে যে এখন রাজনীতির উত্তাপ অত্যন্ত চড়া একথা দিনের আলোর মতো স্পষ্ট।