টেনিসকে বিদায় জানালেন মারিয়া শারাপোভা

টেনিসকে বিদায় জানালেন আরও এক মহাতারকা। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা অবসরের কথা ট্যুইট-এ ঘোষণা করলেন। এছাড়াও একটি আন্তর্জাতিক বিদেশি ম্যগাজিনকে বিশেষ সাক্ষাৎকার পর্বে মারিয়া জানিয়েছেন, টেনিস তোমাকে আমি বিদায় জানাই।
Tennis showed me the world—and it showed me what I was made of. It’s how I tested myself and how I measured my growth. And so in whatever I might choose for my next chapter, my next mountain, I’ll still be pushing. I’ll still be climbing. I’ll still be growing. pic.twitter.com/kkOiJmXuln
— Maria Sharapova (@MariaSharapova) February 26, 2020
২০১৬-এ একটা ভয়ঙ্কর অন্ধকার সময় নেমে এসেছিল তাঁর জীবনে। ২০১৬-র অস্ট্রেলিয়ান ওপেনে ড্রাগ টেস্টে ফেল করে ১৫ মাসের জন্য নির্বাসিত হতে হয়েছিল তাঁকে। তার পরও ফিরে এসেছিলেন তিনি।
বর্তমানে মারিয়ার ফর্ম সেভাবে ভালো নয়। একসময় বিশ্ব টেনিসের মহিলাদের মধ্যে এক নম্বর স্থানে থাকা এই রাশিয়ান খেলোয়াড়ের বর্তমান রাঙ্কিং ৩৭৩। নির্বাসন কাটিয়ে ফিরে এসে খুব একটা সাফল্য পাননি। সঙ্গে হাতের চোটেও ভুগতে হয়েছে গত বছরটা। উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে হয়েছিল। যদিও মারিয়ার অবসরের ঘোষণায় শোকাহত টেনিস প্রেমীরা।