খেলাদেশ

WB Election 2021: মহারাজ কী সত্যিই বিজেপিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই ফের উঁকি দিচ্ছে জল্পনা

গতকালই বাংলা-সহ আরও চার রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর এরই মধ্যে ফের একবার জল্পনা তৈরি হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে। মহারাজ কী সত্যিই এবার বিজেপিতে যোগ দিচ্ছেন? এই খবরই এখন শিরোনামে উঠে আসছে প্রতিনিয়ত।

২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে মহারাজের ঘনিষ্ঠতার দিকটি বারবারই নজরে এসেছে। গত বুধবার, আহমেদাবাদের মোতেরাতে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র ভূয়সী প্রশংসা করে একটি টুইট করেন সৌরভ। এও জানান দেন যে এই মহান একটি দিনের এই অনুষ্ঠানে তিনি শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারলেও দ্বিতীয় পিঙ্ক বল টেস্টে সঞ্চালক হিসেবে তিনি অংশ নেওয়ার চেষ্টা করবেন।

আরও পড়ুন- ভারতের গর্ব হিমা দাস পেলেন অসম পুলিশের ডিএসপি পদ, ছোটবেলার স্বপ্ন পূরণ কৃষকের মেয়ের

এমনিও বর্তমান রাজনীতিতে এখন নানান তারকাদের যোগ দেওয়ার হিড়িক উঠেছে। বিভিন্ন তারকা বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। এরই মধ্যে এই প্রসঙ্গ ফের মাথাচাড়া দিয়েছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় পদ্মশিবিরে হয়ত যোগ দেবেন ও বিজেপির মুখ্যমন্ত্রীর প্রার্থী হিসাবেও হয়ত তাঁকেই দেখা যাবে।

তবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এরকম কোনও পরিকল্পনা এখনও পর্যন্ত হয়নি। তাদের দাবী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো এখনও ব্যক্তিত্ব যদি বিজেপিতে যোগ দেন তাহলে তিনি দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে গিয়ে যোগ দিতেন। আবার এদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও কোনও রাজনৈতিক দলে যোগ দিতে রাজী নন বলেই জানা গিয়েছে

অন্যদিকে, সৌরভের এক ঘনিষ্ঠ বন্ধুর মতে, “কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার ক্ষেত্রে অনেক দেরী করে ফেলেছেন সৌরভ। তবে ভবিষ্যতে অন্য কিছু হলেও হতে পারে। ক্রিকেট প্রশাসনে টিকে থাকতে গেলে একটা শক্তিশালী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা লোভনীয় বিষয়।”

আরও পড়ুন- “আইনশৃঙ্খলা কী রাজ্যের দায়িত্ব নয়”, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মমতাকে বেলাগাম আক্রমণ রাজনাথের 

আবার এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সৌরভের অধিকারও এখনও পর্যন্ত টালমাটাল অবস্থাতেই রয়েছে। আগামী মার্চ মাসেই সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে যে অমিত শাহ-পুত্র জয় শাহ নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়, কে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ পাবে। এই অবস্থায় সৌরভের বিজেপিতে যোগ দেওয়া যে বেশ তাৎপর্যপূর্ণই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে মহারাজ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, এখন সেটাই দেখার।

Back to top button
%d bloggers like this: