সূর্যকে ডিভোর্স দেবে না দীপা! কোর্টে সকলের সামনে সূর্যর মুখের ওপর দীপার স্পষ্ট কথা ভক্তদের মন কেড়ে নিল

এই মুহূর্তে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলেও অনুরাগের ছোঁয়া, যেটি নতুন বছর পড়ার সাথে সাথেই টিআরপি তালিকার শীর্ষস্থানে জাঁকিয়ে বসে রয়েছে। তবে এর জন্য যে শুধু সূর্য দীপার কেমিস্ট্রি দায়ী তা নয় তার সাথে রয়েছে তাদের দুই যমজ মেয়ে এবং সূর্যের মা লাবণ্য সেনগুপ্ত কৃতিত্ব।
প্রায় প্রতিটা দিনই পর্বগুলো থাকে অসাধারণ। একটা পর্ব দেখলে অন্য একটি পর্ব দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। আর তার জন্যই হয়তো এই ধারাবাহিক এত বেশি পরিমাণ জনপ্রিয়তা অর্জন করছে সম্প্রতি সময়ে। প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে।
প্রসঙ্গত গতকাল থেকে শুরু হয়েছে প্রোমো এপিসোড। যেখানে দেখা যাচ্ছে সূর্য মিশকার ভুল বোঝানোর জন্য দীপার কাছ থেকে ডিভোর্স চাইছে। আর সেই কেস গেছে এখন কোর্টে। এতদিন তারা তাদের সন্তানদের নিয়ে একে অপরের থেকে আলাদা থাকলেও এবার সূর্য আইনত বিচ্ছেদের দিকে এগোচ্ছে। সম্প্রতি কিছু পর্ব আগে অনেকের মনে হয়েছিল হয়তো সোনা রুপার জন্যই আবার মিল হবে তাদের দুজনের। তবে মিল নয় এবার তাদের বিচ্ছেদের সময় এগোচ্ছে বলেই মনে করছেন অনেকে।
কিন্তু সূর্য বিচ্ছেদ চাইলেও দিপাত আর চায়না। সূর্য যতই মুখে বলুক সে মন থেকে দীপার থেকে আলাদা হতে চায় না কিন্তু মিশকার ষড়যন্ত্রে সে কিছুই বুঝতে চাইছে না। তবে এবার দীপা স্পষ্ট কথা সকলের সামনে বলেছে। সে এতদিন মন থেকে জানত যে তার দুই মেয়ে সোনা এবং রুপা আর তাদের জন্যই সে সূর্য থেকে আলাদা হবে না। আরে এবার সেটা সে সকলের সামনেই বলে দিয়েছে।
সোনা রুপা দুজনকে নিয়ে সে থাকবে। তবে কোর্টে সকলের সামনে এই কথা বলার পরেও সূর্যর মনের কোন পরিবর্তন হয় কিনা তা এখনও জানা যায়নি। তাই ভক্তরা পরবর্তী দিনের জন্যই অপেক্ষা করে বসে রয়েছে। আদতে তাদের দুজনের ডিভোর্স হয়ে যায় নাকি মিশকার ষড়যন্ত্র সকলের সামনে আসে।