জ্যোতিষশাস্ত্র

গুরু ও চন্দ্রের যুতিতে তৈরি হয়েছে গজকেশরী রাজযোগ, মা লক্ষ্মীর কৃপায় ব্যাপক আর্থিক উন্নতি হবে ৩ রাশির, মিলবে প্রচুর টাকা

গ্রহদের গোচরের ফলে সমস্ত রাশিতেই কিছু না কিছু প্রভাব পড়তে আরম্ভ করে। সদ্য এক রাজযোগের ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বহু রাশিতে পড়ছে। জ্যোতিষশাস্ত্র মতে, দেবা লক্ষ্মীর কৃপায় আর্থিক দিক থেকে ব্যাপক উন্নতি হতে চলেছে এই সময়ে কিছু রাশির। 

সদ্য ১৭ মে মেষ রাশিতে চন্দ্র গোচর করেছে। আর সেখানে আগে থেকেই ছিল বৃহস্পতি। ফলে গুরু ও চন্দ্রের যুতিতে এই রাশিতে তৈরি হয়েছে গজকেশরী রাজযোগ। এর ফলে জ্যোতিষশাস্ত্র মতে, বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে।

দেখে নেওয়া যাক, কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে-

তুলা রাশি

গজকেশরী যোগের ফলে মা লক্ষ্মীর কৃপায় একাধিক রাশিতে পড়বে বড়সড় প্রভাব। এই সময়কাল এই রাশির লোকজনের জন্য খুবই অনুকূল হতে পারে। সন্তানের তরফ থেকে আসবে লাভ। কোনও আটকে থাকা কাজ হতে পারে পূরণ। ব্যবসায়ীদের জন্য সময় খুবই ভালো। ব্যবসায়ে হবে লাভ।

মিথুন রাশি

গুরু ও চন্দ্রের যুতির ফলে তৈরি হওয়া যোগ মিথুন রাশির জাতক-জাতিকার জন্য বেশ খানিকটা শুভ ফলদায়ী। এরফলে ব্যক্তির কাছে আমদানীর নতুন নতুন রাস্তা খুলে যাবে। আর্থিক পরিস্থিতিতেও আসবে লাভ। চাকরি যাঁরা করেন, তাঁরা পাবেন ভালো খবর। আয়ের নানান রাস্তা তৈরি হবে। চাকরিতে কর্মস্থলে প্রভাব বাড়বে। 

মেষ রাশি

গুরু ও চন্দ্রের যুতিতে মেষ রাশিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। বহু রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য এই সময় খুবই ভালো। বহু শুভ ফল পেতে পারেন এই সময়। বহু প্রভাবশালী লোকজনের সঙ্গে সম্পর্ক হবে।

Back to top button
%d bloggers like this: