জ্যোতিষশাস্ত্র

সিংহ রাশিতে গমন শুক্রের, ভাগ্যে আমূল বদল আসবে ৩ রাশির, অর্থে ফুলেফেঁপে উঠবে পকেট

জ্যোতিষশাস্ত্রে শুক্রকে দৈত্যদের গুরু বলা হয়। তাই-ই নয়, এই গ্রহকে প্রেম, ভালোবাসা, সুখ-সৌভাগ্য, আকর্ষণের কারকও বলা হয়। তাই শুক্র রাশি পরিবর্তন করলে এই সমস্ত ক্ষেত্রগুলিও প্রভাবিত হয়। আগামী মাসেই শুক্র রাশি পরিবর্তন করবে। আগামী ২ অক্টোবর রাত ১২টা ৪৩ মিনিটে সূর্যের আধিপত্য যুক্ত সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। ৩ নভেম্বর পর্যন্ত সেই রাশিতেই থাকবে শুক্র। এরপর তা গোচর করবে কন্যা রাশিতে। সূর্য ও শুক্রের মধ্যে শত্রুতার সম্পর্ক রয়েছে। তবে শুক্রের রাশি পরিবর্তনের ফলে তিন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে আমূল বদলাবে।

সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-

সিংহ রাশি

এ সময়ে সিংহ জাতক-জাতিকারা বিশেষ ভাবে লাভবান হবেন। পৈতৃক সম্পত্তির মাধ্যমে হবে অর্থ উপার্জন। এই সময় অর্থ লগ্নি করলে তা লাভজনক হবে। ধন-সম্পত্তি বৃদ্ধি হবে। কিছু সিংহ জাতক-জাতিকা আবার বিদেশ যাত্রার সুযোগ পাবেন। চাকরিজীবীরা বরিষ্ঠদের প্রশংসা লাভ করবেন। ভালো কাজের ফলে পদোন্নতি হবে। 

বৃষ রাশি

এই সময় এই রাশির জাতক-জাতিকারা নতুন বাড়ি কিনতে পারেন। গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা অক্টোবরেই সফল হতে পারে। আয়ের নতুন উৎস পাবেন এই রাশির জাতক-জাতিকারা। লাভবান হবেন ব্যবসায়ীরা। এই মাসে এই রাশির জাতক-জাতিকারা নিজের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী সমস্ত সুযোগের সদ্ব্যবহারের চেষ্টা করবেন। এতে অনেক সময় সফল হবেন। 

মেষ রাশি

এই সময় পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা। আয়ের নতুন উৎস খুলবে। এরই সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে ব্যয়ের পরিমাণও বাড়বে। প্রেম জীবনের জন্য সময়টি খুব ভালো। অফিসে আপনার ওপর কাজের চাপ বাড়বে। এর পাশাপাশি দায়িত্বও বাড়বে। তবে এই দায়িত্ব আপনারা খুব ভালোভাবে পালন করতে পারবেন। ভাগ্যের সঙ্গ পাবেন ব্যবসায়ীরাও। 

Back to top button
%d