জ্যোতিষশাস্ত্র

বুধদেবের কর্কট রাশিতে গমন, আগামী মাসের গোড়াতেই ভাগ্যোদয় হবে ৪ রাশির, কেরিয়ারে আসবে সাফল্যের জোয়ার, কেটে যাবে টাকার সমস্যা

আগামী মাসের শুরুতেই বুধের গোচর হতে চলেছে। আগামী ৮ জুলাই বেলা ১২ টা ৫ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবেন বুধদেব। যা দীর্ঘদিন অপেক্ষার পর আর্থিক উন্নতির পথ প্রশস্ত করবে। তাই চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

তুলা রাশি

তুলা রাশির দ্বিতীয় স্থানে গোচর হবে বুধের। তুলা রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হবে। চাকরিতে আপনি এমন কোনও কাজ করবেন যে কেরিয়ারের নিরিখে তুলা রাশির জাতক-জাতিকাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। দীর্ঘদিন ধরে যে দিনটার অপেক্ষা করছেন, এবার সেই দিনটা আসবে। অর্থলাভ হবে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের রাশি পরিবর্তন অত্যন্ত লাভজনক হবে। কেরিয়ারের নিরিখে ভালো ফল মিলবে। বিদেশ থেকে আয়ের পথ প্রশস্ত হবে কন্যা রাশির জাতক-জাতিকাদের। ধনপ্রাপ্তির প্রবল যোগ তৈরি হবে। ব্যবসায়ীরা ভালো সময় কাটাবেন। মুনাফা বৃদ্ধি পাবে। 

মীন রাশি

মীন রাশির পঞ্চম স্থানে বুধের গোচর হবে। যা মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ ফল বয়ে নিয়ে আসবে। যাঁরা কেরিয়ার শুরু করছেন, তাঁদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ হবে। কেরিয়ারের গ্রাফ ক্রমশ উঠবে। আয়ের পথ প্রশস্ত হবে। সাংসারিক জীবন সুখকর হতে চলেছে।

মকর রাশি

মকর রাশির সপ্তম স্থানে গোচর হবে বুধ গ্রহের। কেরিয়ারের উন্নতির জন্য এটা অনুকূল সময় হতে চলেছে। পরিশ্রমের ফল পাবেন। আর্থিক দিক থেকে স্থিরতা আসবে। অর্থ সংক্রান্ত সমস্যা কেটে যাবে। আয়ের নয়া পথ প্রশস্ত হতে চলেছে। 

Back to top button
%d bloggers like this: