সুশান্তের মৃত্যুর দিনে রিয়াকে ফোন করতে বলেছিলেন মহেশ ভাট, হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে ছড়াল চাঞ্চল্য

সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যুর পরে দু’মাস হতে চলল, রহস্য উন্মোচন হওয়ার বদলে তা আরও ঘনিয়ে উঠছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের হোয়াটসঅ্যাপ চ্যাট এর কথোপকথন।
ইন্ডিয়া টুডে-র তরফে আজ প্রকাশ্যে আনা হয়েছে মহেশ-রিয়ার কথোপকথন। এই চ্যাট ৯ই জুন থেকে ১৫ই জুনের মধ্যে হয়েছে। ১৪ই জুন সুশান্ত’র অস্বাভাবিক মৃত্যু হয়। এর আগের চ্যাটে প্রকাশ্যে এসেছিল যে, রিয়া স্বেচ্ছায় ৮ই জুন সুশান্তর ফ্ল্যাট ছেড়ে আসেন।
মহেশ ভাটকে লেখা একটি মেসেজে দেখা যাচ্ছে রিয়া লিখেছেন, “আপনাকে ছাড়া আমি কি করবো দেবদূত? আমি আপনাকে ভালোবাসি স্যার। আপনি আমাকে আবার বাঁচিয়েছেন।” এর উত্তরে মহেশ ভাট কয়েকটি ইমোজি পাঠান রিয়াকে।
১০ই জুন ও ১১ ই জুন মহেশ ভাট রিয়াকে দুটি ছবি ফরওয়ার্ড করেন তার সঙ্গে টেক্সট লেখা ছিল, কিছু সময় আমাদের প্রকৃত ঘটনা দেখতে একধাপ পিছিয়ে যেতে হয় এবং তারপর আরো পিছিয়ে যেতে হয়।
রিয়া উত্তর দেন, “সত্যিই তাই, আমি আমার দৃষ্টি যেন ফিরে পাচ্ছি। গুড মর্নিং।” ১২ই জুন মহেশ ভাট রিয়াকে আরেকটি মেসেজ ফরওয়ার্ড করেন, যেখানে লেখা ছিল, “একাকীত্ব ব্যক্তিগত সৃজনশীলতাকে বাড়িয়ে দেয় এবং একজনের সত্যিকারের রূপকে জন্ম নিতে সাহায্য করে।”
১৪ই জুন সকাল ৯টা ৩৫ মিনিটে রিয়া মহেশ ভাটকে মেসেজ করেন, “গুড মর্নিং স্যার। আপনি হোয়াটসঅ্যাপে প্রতিদিন যে রকম মর্নিং কোটস পাঠান সেরকম মেসেজ পাঠিয়ে আমাকে এনার্জাইজ করার জন্য আবেদন করছি। এটাই বলার ছিল। ভালোবাসি।”
মহেশ ভাট প্রত্যুত্তরে লেখেন, “ঘন মেঘ যেমন আকাশে এদিক-ওদিক চলে যায় সেরকম অনুভুতি আসে এবং যায়। আমাকে ধরে রাখে আমার সচেতনভাবে নিঃশ্বাস নেওয়া। তোমাকে ভালোবাসি বাচ্চা।” উত্তরে রিয়া লেখেন, “আপনাকেও ভালোবাসি স্যার,আমার দেবদূত।”
সেই দিনই সুশান্তের অস্বাভাবিক মৃত্যু হয়। দুপুর ২টো ৩৫ নাগাদ মহেশ ভাট রিয়াকে বলেন তাকে কল করতে। এরপর রিয়ার ফোনে মহেশ ভাটের দুটো মিসডকল আসে। এরপরের দিন মহেশ ভাট রিয়াকে হোয়াটসঅ্যাপে আরেকটি মেসেজ ফরওয়ার্ড করেন। এই গোটা চ্যাট প্রকাশ্যে এসে যাওয়ায় মহেশ ভাট নতুন করে বিপাকে পড়লেন এবং রিয়া যে মিথ্যা কথা বলেছেন সেকথাও আরেকবার প্রমাণিত হয়ে গেল।
এর আগে রিয়া বলেছিলেন যে, সুশান্তের মিতু দিদি ফ্ল্যাটে এসে থাকবেন বলে সুশান্ত তাকে নিজে বলেছিলেন ফ্ল্যাট থেকে চলে গিয়ে অন্য কোথাও থাকতে। কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যাট এ দেখা যাচ্ছে রিয়া নিজের স্বেচ্ছায় সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিলেন। ফলে সুশান্তের অনুরাগীদের মধ্যে নতুন করে শুরু হয়েছে রিয়ার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন।