Zomato-র বিজ্ঞাপনে পুষ্পা মেজাজে অল্লু অর্জুন, দক্ষিণী সিনেমার অপমান, দাবী নেটিজেনদের, ছবি বয়কটের ডাক

দক্ষিণী তারকা অল্লু অর্জুনের ছবি ‘পুষ্পাঃ দ্য রাইজ’ তুমুল সাফল্য পেয়েছে। পুষ্পা জ্বরে আক্রান্ত দর্শক। এরই মধ্যে সামনে এল জোম্যাটোর একটি বিজ্ঞাপন যাতে অল্লু অর্জুনকে পুষ্পা মেজাজে দেখা গেল। এই বিজ্ঞাপন নিয়েই বাঁধল গোল। একদিকে যেমন এই বিজ্ঞাপনের প্রশংসা করা হয়েছে, তেমনই অন্যদিকে নেটিজেনদের একাংশ আবার অল্লু অর্জুনের এই বিজ্ঞাপন দেখে বেজায় চটেছেন।
জোম্যাটোর তরফে শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে অল্লু অর্জুন একজন ভিলেনকে মারছেন। আর ভিলেন অল্লুর ঘুষি খেয়ে মাটিতে পড়ে যান। স্লো মোশনে এই পড়ে যাওয়া দেখানো হয়েছে। সেই সময় ভিলেন বলছে, “বানি, তুমি কি তাড়াতাড়ি আমাকে ফেলে দিতে পারো না”।
উত্তরে অল্লু বলছে, “এটা দক্ষিণের সিনেমা, এখানে এভাবেই দেখানো হয়”। এরপরই ভিলেন জানান, “কিন্তু আমার তো খিদে পেয়েছে। নীচে পড়তে পড়তে সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে”। আর তখনই শুরু হয় জোমাটোর কিছু ট্যাগ লাইন।
এই বিজ্ঞাপন দেখেই বেশ চটেছে নেটিজেনদের একাংশ। তাদের মতে, জোম্যাটো ও অল্লু অর্জুন দক্ষিণী ছবির অপমান করেচেন। কেউ কেউ একদিকে ‘পুষ্পা’ বয়কটের ডাক দিয়েছে। আবার কেউ কেউ জোম্যাটো আনইন্সটল করার কথাও বলেছে।
manasu korithe, thaggedele! 🔥 @alluarjun pic.twitter.com/i30UGZEQKD
— zomato (@zomato) February 4, 2022
. @zomato I am uninstalling the app in my phone right away🤨
Degrading south cinema in your recent Ad film acted by @alluarjunthis is unexpected from zomato🙏🙏 pic.twitter.com/58ZVU6GaxP
— #SVPOnMay12 Prakash_EG (@Prakash_MBfan) February 4, 2022
just a "fake" hit in North & you're trolling south movies? don't forget your roots Mr. @alluarjun
— MK14 (@urstrulyssmb__) February 4, 2022
বলে রাখি, এই মুহূর্তে রমরমিয়ে চলেছে শুধুমাত্র ‘পুষ্পাঃ দ্য রাইজ’। শুধু তেলুগুই নয়, হিন্দি ভাষাতেও অল্লু অর্জুনের ছবি চুটিয়ে ব্যবসা করছে। ইতিমধ্যেই ৩৬৫ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। করোনা পরিস্থিতি না থাকলে, এই ছবি ৫০০ কোটির ঘরেও ঢুকত বলে মনে করা হচ্ছে। হিন্দির পাশাপাশি তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষাতেও এর ডাবিং করে বাজারে ছাড়া হয়েছে। পাঁচটি ভাষাতেই বক্সঅফিস কাঁপাচ্ছে পুষ্পা। এই ছবির গান এই ‘ও অন্তভা’- আইটেম সং-এ কাঁপিয়েছেন দক্ষিণ ভারতীয় মডেল সামান্থা প্রভু।
লাল চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনী নিয়ে বছর শেষে ফের মাঠে নামবেন অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা। এই ছবির দ্বিতীয় অংশ এই বছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে।