বিনোদন

জল্পনাই সত্যি বিচ্ছেদ ভুলে কাছাকাছি রাহুল প্রিয়াঙ্কা! তবে কি একসাথে থাকতে চলেছেন তারা?

বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় জুটির নাম হল রাহুল ও প্রিয়াঙ্কা। ‘চিরদিনই তুমি যে আমার’ এই ছবির পরেই এই জুটিকে সব সময় একসঙ্গে দেখতে পেয়েছিল ভক্তরা। সেখান থেকেই প্রেম তারপর বিয়ে এবং সেখান থেকে বিচ্ছেদের পথেই হেঁটেছে এই জুটি। কিন্তু এবার শোনা যাচ্ছে দূরত্ব ভুলে কাছাকাছি এসেছে রাহুল প্রিয়াঙ্কা।

দীর্ঘদিন ধরেই আলাদা থাকেন তারা দুজন। তাদের সম্পর্ক নিয়ে কম জল্পনা নেই টলি পাড়ায়। বিয়ের পরে ভালোই কাটছিল দিন কিন্তু ছেলে সহজের জন্মের পর থেকেই সেই সম্পর্কের মধ্যে নানা রকম ভাঙ্গন ধরতে শুরু করে। একে অপরের দিকে নানা রকম দোষারোপ করেন আর সেই ঝামেলা প্রকাশ্যে ছিল কিছুটা। কিন্তু সহজে জন্যই কিছুটা কাছাকাছি এসেছে তারা।

পুজো, দোল এবং নানা রকম অনুষ্ঠানে সহজে বাবা-মা হয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে নিজেদের ছবি দিয়েছিলেন তারা। এমনকি গত বছর প্রিয়াংকার জন্মদিনে রাহুলের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। তাই বেশ কিছুদিন ধরে কানাঘুষা ছিল যে আবার একবার বিচ্ছেদ ভুলে কাছাকাছি এসেছে এই জুটি। অভিনেতা নাকি নিজের মামলা প্রত্যাহার করে নিয়েছেন এমনটাও শোনা গিয়েছে।

২০১৮ সাল থেকে কোর্টে তাদের এই মামলা চলছিল। মাঝে অনেকটা সময় চলে যায় ২০২৩ সালের জানুয়ারিতে তাদের মামলার তারিখ ছিল আদালতে কেউ হাজির হননি তাই জন্য সেই তারিখ বদলাতে থাকে মাসের পর মাস। কিন্তু এবার অভিনেতা নিজেই জানালেন তিনি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

জল্পনাই সত্যি বিচ্ছেদ ভুলে কাছাকাছি রাহুল প্রিয়াঙ্কা! তবে কি একসাথে থাকতে চলেছেন তারা? 2

এই প্রসঙ্গে অভিনেতা রাহুল অরুোণদয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘হ্যাঁ মামলাটা চলছিল অনেক দিন ধরে, প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’’ তবে কি এবার তারা দুজন একসঙ্গে থাকবেন সেই প্রসঙ্গে রাহুল বলেন, ‘‘হ্যাঁ,এখনও শিফ্‌ট করিনি, তবে খুব শীঘ্রই থাকব একসঙ্গে।’’

Back to top button
%d bloggers like this: