বিনোদন

এবার সুশান্তের মৃত্যু মামলা নিয়ে মুখ খুললেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন

বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র সুশান্ত সিং রাজপুত গত ১৪ ই জুন পৃথিবী থেকে অকালে বিদায় নিয়েছেন। তাঁর মৃত্যুর পর থেকেই বিভিন্ন রকমের তথ্য উঠে আসতে শুরু করেছে ইতিমধ্যেই।

বিশিষ্ট নায়িকা কঙ্গনা রানাওয়াত একটি ভিডিওর মাধ্যমে বলিউডের স্বজনপোষণ নীতির জন্য সুশান্তের অবসাদ এবং যার জেরে আত্মহত্যা এই কথাটি বলেন। নেপোটিজম এর ব্যাপারে কঙ্গনার পাশে দাঁড়ান মনোজ বাজপেয়ী, শেখর কাপুর, অনুভব কাশ্যপ এবং আরোও অনেক বিখ্যাত সেলিব্রেটিরা। সারা দেশের মানুষও নেপোটিজম এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিবাদ জানাতে শুরু করেন। এরই মাঝে করন জোহার, আলিয়া ভাট, সলমান খান, একতা কাপুর এর নামে মামলা দায়ের হয় এই নেপোটিজম এর জন্য। এরই সাথে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকেও জেরা করা হয় আসল ঘটনা জানার জন্য।

কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় একটি জাতীয় সংবাদমাধ্যমের করা কয়েকটি স্টিং অপারেশনের মাধ্যমে। সেখানে তারা এমন কিছু তথ্য মানুষের কাছে তুলে ধরেন যার দ্বারা বোঝা যেতে শুরু করে সুশান্ত আত্মহত্যা করেননি বরং খুন হয়েছেন। এরপরই সুশান্তের পরিবার বিহার পুলিশের কাছে মামলা দায়ের করে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সারা দেশের মানুষ সুশান্তের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন। এরপর নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে গিয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা সিবিআই এর হাতে ওঠে। আর এই সিবিআই তদন্ত নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতদন্ত সিবিআই এর হাতে যাওয়ার প্রসঙ্গে তসলিমা নাসরিন বলেন — ‘সিবিআই যদি সুশান্তের মৃত্যুকে স্যুইসাইড বলেন, তাহলে কি করবেন?’ বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তার মতপ্রকাশ করেন। তবে এর আগে কোনোদিন বলিউডের কোনো ব্যাপারে তিনি মুখ খোলেননি। তবে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য সারাদেশের মানুষের যে লড়াই, তা দেখে তিনি তার মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমার একটি বোন নিউইয়র্ক-এ থাকে, সে রায় শোনার জন্য সারারাত ঘুমাতে পারেনি। সে বিশ্বাস করে যে, সুশান্তকে নাকি ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। একজন অভিনেতার জন্য দেশের মানুষের এত আবেগ বর্ষণ আগে কখনো দেখা যায়নি। কিন্তু এখন সিবিআই যদি রিপোর্ট জারি করে যে, সুশান্তের মৃত্যু হল আত্মহত্যা তখন কী হবে?’

যদিও এই বক্তব্যের পরেই তসলিমা নাসরিন নেটিজেনদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা একহাত নিয়েছে বিশিষ্ট লেখিকাকে।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Leave a Reply

Back to top button
%d bloggers like this: