লাইফ স্টাইল

অর্ডার ছিল মটর পনির, কৌটো খুলতেই চোখ কপালে! একটি সাধারণ ভুলে ২০ হাজার টাকা জরিমানা রেস্তঁরার

অর্ডার ছিল নিরামিষ খাবার, এল মুরগির ঝোল। মাঝে মধ্যে এরকম ঘটনা আমাদের সঙ্গে হয়ে থাকে। খাবার ডেলিভারি সংস্থাকে জানালে তাঁরা কোনও ব্যবস্থা নেয় না। কিন্তু এ ক্ষেত্রে উল্টোটা হ’ল।

ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রে। এক পরিবার অর্ডার দিয়েছিলেন মটর পানির কিন্তু পেলেন এক কৌটো চিকেন কারি। এরকম হলে অনেকেই খুশি হয়ে চুপিচুপি খেয়ে নিতেন। কিন্তু যে পরিবারের কথা এখানে বলা হচ্ছে তারা একদম নিরামিষভোজী। আমিষ কোনও খাবার তাঁরা ছুঁয়েও দেখেন না। উপরুন্ত ভুলবশত বাড়িতে আমিষ খাবার ঢুকে গেলে ওই দিন উপোস করে থাকেন গোটা পরিবার।

বাক্স খুলে চিকেন কারি দেখতে পেয়ে ‘ক্লাব কিচেন’ নামের ওই রেস্তঁরার বিরুদ্ধে উপভোক্তা বিষয়ক দফতরে অভিযোগ জানায় পরিবার। আর অভিযোগের ভিত্তিতে শাস্তি হিসাবে উপভোক্তা বিষয়ক দফতর রেস্তঁরাকে ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয়।

এই ঘটনা আপনি অথবা আপনার পরিবারের কারুর সঙ্গে হয়ে থাকলে অবশই নিজের এলাকার উপভোক্তা বিষয়ক দফতরে যোগাযোগ করবেন। অনলাইনেই অভিযোগ জানানো যায়।

Back to top button
%d bloggers like this: