ভাইরাল

চু’মুর মাশুল! চু’ম্ব’ন করতে গিয়ে কানের পর্দাই ফেটে গেল তরুণের, তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে

প্রেমীযুগলের মধ্যে চু’ম্ব’ন বিষয়টি বেশ সাধারণ ব্যাপার। একে অপরকে ভালোবেসে কাছে টেনে নিতেই পারেন তারা। কিন্তু সেই চু’ম্ব’নের জেরে যে এমন খেসারত দিতে হবে, তা হয়ত কল্পনাও করতে পারেন নি তরুণ নিজেই। ১০ মিনিটের চু’ম্ব’নের জেরে কানের পর্দাই ছিঁড়ে গেল তাঁর।

কী ঘটেছে ঘটনাটি?

এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে চীনে। সেখানকার এক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চীনের ঝেজিয়াং প্রদেশের পশ্চিম লেকের ধারে দেখা করেন ওই যুগল। প্রথমে সব ঠিকই ছিল। নিবিড় চু’ম্ব’নে মত্ত হয়েছিলেন তারা। প্রায় দশ মিনিট ধরে চলছিল সেই চু’ম্ব’ন পর্ব। এরপর আচমকাই ব্যথায় ককিয়ে ওঠেন তরুণটি। তাঁর কানে প্রচণ্ড যন্ত্রণা করছিল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানান যে ওই তরুণের কানের পর্দায় ছিদ্র রয়েছে। তবে চিকিৎসকরা আশ্বাস দেন যে তরুণের এই সমস্যা দীর্ঘস্থায়ী হবে না। দু’মাস মতো বিশ্রাম নিলে ও তার সঙ্গে অ্যান্টিবায়োটিক খেলেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

কিন্তু এমন আশ্চর্য ঘটনা ঘটল কীভাবে?

চিকিৎসকরা জানাচ্ছেন, আশ্লেষে চু’ম্ব’ন করার ফলে কানের ভিতরে বায়ুচাপে দ্রুত পরিবর্তন হতে থাকে। আসলে সঙ্গীর ঘনঘন নিঃশ্বাস নেওয়ার ফলেই এমন হয়। আর তার ফলেই কানটির পর্দা ফেটে যায়।

Back to top button
%d bloggers like this: