ভাইরাল

মনের জোরকে কুর্নিশ! একটি পা না থাকায় ক্রাচের উপর ভর দিয়েই ভারি ভারি সিমেন্টের বস্তা মাথায় নিয়ে কাজ করছেন, ভাইরাল ভিডিও

কোনও কাজ করতে বললে আমরা সবসময় অজুহাত দেওয়ার চেষ্টা করি। তবে অনেকেই আছেন যারা নিজেদের সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এক যুবকের জীবনযুদ্ধের লড়াই মুগ্ধ করেছে নেটিজেনদের।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিটি একটি পা ছাড়াই ক্রাচের সাহায্যে লরি থেকে ভারি ভারি সিমেন্টের বস্তা মাথায় বয়ে নিয়ে চলেছেন। যেখানে বাকিরা সুস্থ-স্বাভাবিকভাবে এই কঠিন পরিশ্রম করছেন সেখানে ওই ব্যক্তি সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই নিজের কাজ করে চলেছেন।

ট্যুইটার @tarksahitya নামের একটি একাউন্ট থেকে ওই ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। প্রস্চুর মানুষ লাইক এবং শেয়ার করেছেন।

কমেন্টে বহুজন ওই ব্যক্তির মনের জোরকে কুর্নিশ জানিয়েছেন। একজন লিখেছেন, ‘একেই বলে আত্মবিশ্বাস! আপনাকে স্যালুট।’

Back to top button
%d bloggers like this: