‘যে আমার মেয়েকে বিয়ে করবে, তাকে পুলিশের চাকরি দেব!’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাতর বাবার আবেদন

বর্তমানে চাকরির হাহাকার। দেশে বেকারত্ব বেড়েই চলেছে। দুর্নীতির ফলে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাও বন্ধ হয়ে রয়েছে। এরকম অবস্থায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের মেয়েকে পাশে দাঁড় করিয়ে একজন পুলিশ অফিসার বাবা বলছেন, আমার মেয়েকে বিয়ে করবে তাকে আমি সরকারি চাকরি দিয়ে দেব। আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে সে। আমার মেয়ের বয়স একটু বেশি হলেও, যে তাকে বিয়ে করবে আমি তাকে পুলিশে চাকরি দিয়ে দেব।
View this post on Instagram
ভিডিওটি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে। এই ভিডিও দেখে নেটিজেনরা অবাক হয়ে গেছেন। অনেকে বলছেন, ওই বাবা কী করে সরকারি চাকরি দেওয়ার দাবি করতে পারেন।
প্রতিদিন হাজার হাজার ছেলেমেয়ে কঠোর পরিশ্রম, অনুশীলন করছেন পুলিশের চাকরির পরীক্ষায় পাশ করার জন্য। পুলিশের চাকরি এমন মুখের কথাতেই কাউকে দিয়ে দেওয়া যায় না।