চমকপ্রদ! ১১ রকম ভঙ্গিতে দু’হাতেই সাবলীলভাবে লিখতে পারেন, চোখ বন্ধ করে উল্টো দিকেও পারেন লিখতে, তরুণীর বিশেষ ক্ষমতায় অভিভূত নেটবাসী

হাতেখড়িটা আমাদের সকলের এক হাতেই হয়। সেই কারণে এক হাতেই লিখতে বেশি সচল আমরা। তবে সেই সচল হাতে যদি কোনও সমস্যা হয়, তাহলে অন্য হাতে কাঁপা কাঁপা ভাবেও ধীরে ধীরে লিখতে সক্ষম হয়ে ওঠেন অনেকেই। কিন্তু সমানতালে দু’টি হাতেই তাও আবার ১১ রকম ভঙ্গিতে কী লেখা সম্ভব? হয়ত হ্যাঁ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক বিরল ক্ষমতাসম্পন্ন তরুণীর ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, দেওয়ালে একটি বোর্ড ঝোলানো রয়েছে। আর তাতে কী সাবলীলভাবে অনায়াসেই দুই হাতেই লিখে চলেছে ওই তরুণী। শুধুমাত্র একসঙ্গে দু’হাতে লেখাই নয়, ১১ রকম ভঙ্গিতে লিখতে সক্ষম এই তরুণী।
জানা গিয়েছে, এই তরুণী ম্যাঙ্গালুরুর বাসিন্দা। নাম আদি স্বরূপা। তার বয়স বছর ১৭। ইংরেজি এবং কন্নড় দুই ভাষাতেই সাবলীল স্বরূপা। বিপরীত দু’টি দিক থেকেও লিখতে পারে সে। মস্তিষ্কের দু’টি ভাগকে একসঙ্গে সমান তালে কাজ করানোর বিশেষ এই ক্ষমতা ১০ লক্ষের মধ্যে মাত্র এক জনের দেখা যায়।
She is 'Aadi Swaroopa' from Mangalore. She can WRITE in 11 different style. Both Parts of her BRAIN functions at the Same Time, one in a million. Amazing!
This Skill is Known as Ambidexterityhttps://t.co/n3p0LtLksT pic.twitter.com/31g58QrDlb
— Ravi Karkara (@ravikarkara) February 5, 2023
স্বরূপার এমন লেখার কৌশল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বিস্ময়ে হতবাক হয়ে যান। কারোর মতে, “তাঁর এই ক্ষমতা ঈশ্বরপ্রদত্ত”। আবার কেউ কেউ লিখেছেন, “স্বরূপা বিরলতম প্রতিভার অধিকারী”।
স্বরূপার এই বিশেষ প্রতিভাকে স্বীকৃতি দেওয়া হয়েছে নানান সংস্থা থেকে। একাধিক পুরস্কার পেয়েছে সে। বিশ্বসেরার তকমাও দেওয়া হয়েছে স্বরূপাকে।