ভাইরাল

চোর নাকি Spiderman? ব্রিজে ঝুলন্ত অবস্থায় থেকে চলন্ত ট্রেন থেকে ছিনিয়ে নিল মোবাইল, ভিডিও দেখে তাজ্জব সকলে

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কত ভিডিওই না ভাইরাল হয়। কখনও কোনও ভিডিও আমাদের নিরলস আনন্দ দেয়ম আবার কোনও ভিডিও আমাদের বেশ আবেগপ্রবণ করে তোলে। আবার কোনও ভিডিও দেখলে আমরা হতবাক হয়ে যাই এই ভেবে যে এমনও কী কখনও সম্ভব!

এবার এমনই একটি তাজ্জব করার মতো ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ব্রিজে ঝুলন্ত অবস্থায় থেকেই চলন্ত ট্রেন থেকে চোর ছিনিয়ে নিল মোবাইল। কী ভাবছেন তো, এমনটা কীভাবে হল? এই ভিডিও দেখে এখন সকলের মনেই এই একটাই প্রশ্ন ঘুরছে। আর এর সঙ্গে এই ভিডিও এও মনে করিয়ে দিচ্ছে যে সবসময় সতর্ক থাকাটা ঠিক কতটা জরুরি।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। ব্রিজের নীচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। ট্রেনের গেটে বসে রয়েছেন দুই যুবক। তাদের মধ্যে একজনের হাতে একটি মোবাইল রয়েছে। সে মোবাইল দিয়ে গঙ্গার ভিডিও করছেন তিনি। কিন্তু আচমকাই ঘটে যায় একটি ঘটনা। চোখের পলকে ওই যুবকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এক চোর।  

ভাইরাল এই ভিডিওটি এক নজরে দেখলে বোঝার উপায়ই থাকবে না যে কখন ওই চোর মোবাইল চুরি করে নিল। আর গেটে দাঁড়িয়ে থাকা বলতে থাকেন, ‘আমার মোবাইল চুরি হয়ে গিয়েছে’। তখন বোঝা যায় যে তাঁর মোবাইল চুরি হয়েছে। ভাইরাল ভিডিও ধীরে ধীরে দেখলে বোঝা যায় কীভাবে মোবাইল চুরি হল।

এই ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইতে কাটিহার থেকে পাটনা যাওয়ার পথে। ইন্টার সিটি এক্সপ্রেসে ছিলেন সমীর কুমার নামের ওই যুবক যার মোবাইল চুরি গিয়েছে। পাটনা ও বেগুসরাইকে যুক্ত করে রাজেন্দ্র সেতু। সেই সেতুর উপরেই ঘটে এই চুরির ঘটনা। সেই সেতুর উপরেই ঝুলছিল চোর। অপেক্ষা করছিল সুযোগের। সেই সেতুর উপর দিয়ে ট্রেন যাওয়ার সময়ই গেটে মোবাইল হাতে দাঁড়িয়ে থাকা সমীরের হাত থেকে মোবাইলটি চোখের নিমেষে কেড়ে নেয় ওই চোর। আর চলন্ত ট্রেন এগিয়ে যাওয়ায় কারোর কিছু করারই ছিল না।

এই ভিডিও দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। এমনভাবে ব্রিজে ঝুলে চুরি করার কৌশল, কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না। অনেকেই প্রশ্ন করেছেন, “ওই চোর আসলে মানুষ নাকি স্পাইডারম্যান। এভাবে ব্রিজে ঝুলে থাকে কী করে”! এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে।

Leave a Reply

Back to top button
%d bloggers like this: