সন্ত্রাস মুক্ত, হিংসা বিহীন আস্থার পরিবেশ তৈরি হলেই ভারত-পাকিস্তান সুসম্পর্ক গড়ে উঠবে! ইমরানকে বার্তা মোদীর

কি লিখেছেন নরেন্দ্র মোদী ওই চিঠিতে? সেখানে লেখা আছে পড়শি দেশের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়। আর তার জন্য চাই বিশ্বাসের পরিস্থিতি, যেখানে হিংসার কোনও জায়গা নেই। করোনার চ্যালেঞ্জকে অতিক্রম করার জন্য ইমরান খান ও পাক জনগণকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, চীনা প্রতিষেধক নেওয়ার পর গত শনিবার করোনা ধরা পড়ে ইমরান খানের। তারপরই তাঁর আরোগ্য কামনা করে পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মোদী।
দীর্ঘদিন যাবৎই প্রতিবেশি ভারতের সঙ্গে সম্পর্ক শীতল পাকিস্তানের। তবে এবার নতুন করে সুসম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ইসলামাবাদ। আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে যাবতীয় সমস্যার সমাধানে করতে চায় পাকিস্থান। মঙ্গলবার কুটনৈতিক স্তরে নয়াদিল্লিকে এই বার্তাই দেওয়া হয়েছে।
তাৎপর্যপূর্ণ ভাবে, পাকিস্থান হাই কমিশনের তরফে এক বার্তায় জানানো হয়েছে, পাকিস্তান ভারত সহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়।পাক হাই কমিশনের তরফে আফতাব হাসান খান জানান, ভারত–পাকিস্তান দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য আলোচনার ভিত্তিতে জম্মু–কাশ্মীর সহ সব সমস্যার সমাধান জরুরি। বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপন জরুরি।এদিন পাকিস্তান দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন হাসান।সেখানেই এই মন্তব্য করেন তিনি। মহম্মদ আলি জিন্নাহের অবদানের কথা স্মরণ করে হাসান জানান, প্রতি বছর এই দিনটিকে পাকিস্তান দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটিতেই মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ার প্রস্তাব রেখেছিলেন জিন্নাহ।