WB Election 2021: বঙ্গের পবিত্র ভূমিতে কেউ বহিরাগত নয়, ২রা মে দিদিকে দুয়ার দেখিয়ে দেবে জনতা, মমতাকে তীব্র আক্রমণ মোদীর

আরও পড়ুন- ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ
আজকের সভায় তার বক্তব্যে উঠে আসে আমফান দুর্নীতির কথাও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে মোদী বলেন, দিদি এখনও তাঁদের কাছে জবাব দিতে পারেননি, যাঁদের ঘর বাড়ি শেষ হয়ে গিয়েছিল আমফানে। তার পর তাঁদের জন্য যে অনুদান পাঠানো হয়েছিল, সেটা ভাইপো উইন্ডোতে আটকে গিয়েছিল।
আক্রমণের ঝাঁঝ কয়েক গুণ বাড়িয়ে কাটমানি-সিন্ডিকেট নিয়েও মমতার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানেন প্রধানমন্ত্রী। বলেন, হলদিয়ার কি অবস্থা। সিন্ডিকেট, কাটমানি হলদিয়াকে শেষ করে দিয়েছে। কিন্তু এবার বিকাশ হবে। হলদিয়া জুড়ে বিকাশ করা হবে। উন্নয়ন হবে মৎস্যজীবীদের। মোদী বলেন, রাজ্যে সমস্ত প্রকল্পে কাটমানি বন্ধ করবে বিজেপি। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে বিজেপি। মাঝখানে দালাল, ফড়ে কেউ থাকবে না। কোনও তোলাবাজি থাকবে না। করোনার সময় মহিলাদের আর্থিক সাহায্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। বরাবরের মতো এদিনও বলেন বাংলার মানুষ কেন্দ্রের সুবিধা পাচ্ছে না। এখানকার কৃষকরা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না। বিজেপি বাংলায় সরকার গঠন করার পরেই পিএম কিষাণের সুবিধা পাবেন। মিটিয়ে দেওয়া হবে বকেয়া টাকা।