রাজ্য

বিদ্যুৎ বিভ্রাট! একে তো তীব্র-প্যাচপ্যাচে গরম, দোসর হয়েছে বারবার লোডশেডিং, বিদ্যুৎ দফতরের সামনে ক্ষোভ আমজনতার

যে হারে গরম পড়েছে, তাতে পাখার তলায় থাকলেও শরীর ঘামে ভিজে যাচ্ছে। আর এর উপর যদি বারবার লোডশেডিং লেগে থাকে, তাহলে কী আর সত্যিই মাথা ঠিক রাখা সম্ভব! হুগলি জেলার কোন্নগর এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এর জেরে নবগ্রাম বিদ্যুৎ দফতরের সামনে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। সমস্যার কথা স্বীকার করেছেন বিদ্যুৎ দফতরের আধিকারিক।

বেশ কিছুদিনই ধরে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কানাইপুর নবগ্রাম এলাকায় বিদ্যুৎ নিয়ে বেশ সমস্যা চলছে। কোনও কারণ ছাড়াই দিনে বা রাতে লোডশেডিং হচ্ছে। একে তো এমন তীব্র গরম, তার উপর লোডশেডিং, দুইয়ে মিলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এর প্রতিবাদেই আজ, বৃহস্পতিবার নবগ্রামে wbsedcl-এর অফিসে গিয়ে ক্ষোভ উগড়ে দেন ক্ষিপ্ত জনতা।

এই বিষয়ে কানাইপুর এলাকার এক বাসিন্দা বলেন, “এলাকায় এখন প্রত্যেকদিন দিনে বহুবার দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ থাকছে না। তাতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। অনেকের বাড়িতে রয়েছে ছোট বাচ্ছা,বৃদ্ধ মানুষ,আবার অসুস্থ সদস্যও রয়েছেন। এই গরমে সমস্যায় পড়ছেন তাঁরা। তাই আজ নবগ্রাম ও কানাইপুর এলাকার সমস্ত মানুষ একসঙ্গে হয়ে এই সমস্যার সুরাহা করতে বিদ্যুৎ দফতরে এসেছি”।

নবগ্রাম বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার সুশান্ত দাসের কথায়, এলাকার বাসিন্দারা বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা নিয়ে তাঁর কাছে গিয়েছিলেন। তিনি বলেন, লোড বেড়ে যাওয়ার কারণে এমন সমস্যা হচ্ছে। তাদের রাতে সার্ভিস দেওয়ার কোনও লোক নেই। সুশান্তবাবু জানান, তিনি এলাকাবাসীদের জানিয়েছেন যাতে তারা লিখিতভাবে অভিযোগ জানান। এলাকার দুই পঞ্চায়েত প্রধান, এলাকার মন্ত্রী ও বিধায়ককেও চিঠি দেওয়ার কথা বলা হয়েছে।

অন্যদিকে, কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন, “বিদ্যুৎ দফতরের ম্যানেজার ঠিক বলছেন না। নিশ্চয়ই এটা বিদ্যুৎ দফতরের একটা গাফিলতি”। তিনি জানিয়েছেন, তিনি নিজে স্থানীয় বিধায়ককে নিয়ে বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের জন্য যা যা করণীয় তা প্রশাসনিক ভাবে করেছেন। প্রধানের দাবী, বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার মানুষকে বিভ্রান্ত করছেন।

Back to top button
%d bloggers like this: