অভূতপূর্ব! দেশলাই কাঠি দিয়ে ৭ সেন্টিমিটারের কালীমূর্তি বানিয়ে রেকর্ড গড়ল কলকাতার যুবক

ছোটো থেকেই আঁকার খুব শখ তার। পড়াশোনা তো বটেই, নানান হাতের কাজেও সমান পারদর্শী বাইশ বছরের বিশ্বনাথ পোদ্দার। সদ্যই কলেজ পাশ করেছে কলকাতার টালিগঞ্জের বাসিন্দা এই যুবক। দেশলাই কাঠি দিয়ে মাত্র ৭ সেন্টিমিটারের কালীমূর্তি বানিয়ে অসাধ্য সাধন করল এই যুবক।
শুধু তাই-ই নয়, মাত্র একটি দেশলাই কাঠি দিয়ে সবথেকে ছোটো দুর্গামূর্তি বানিয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস-এ নাম তুলেছিল বিশ্বনাথ। সেই মূর্তিটির দৈর্ঘ্য ছিল মাত্র ২ সেন্টিমিটার।
বিশ্বনাথের কথায়, “ছোটবেলা থেকেই আমার আঁকার প্রতি যথেষ্ট ভালোবাসা। আমি নানান সময়ে দেশলাই কাঠি, পাতার মাধ্যমে নানান শিল্পকলা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এর আগে দেশলাই কাঠি দিয়ে হেলিকপ্টার, সাইকেল, রিক্সা, প্রজাপতি বানিয়েছি। দুর্গা মূর্তির পর এবার একইভাবে কালীমূর্তি বানিয়েছি”।
কোনও কাজের জন্যই কোনও দিন কারোর কাছ থেকে প্রশিক্ষণ নেয় নি বিশ্বনাথ। তার কথায়, “লকডাউনের সময় বাড়িতে বসে এই জিনিসগুলো বানানোর ঝোঁক বেড়ে গিয়েছিল”।
ধৈর্য ও অধ্যবসায় থাকলে যে কোনও জিনিসেই যে সাফল্য আসে, তা ফের একবার প্রমাণ করেছে বিশ্বনাথ। নিজের শিল্পকলার মাধ্যমে সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস-এ নাম তুলেছে নিজের। এর থেকে বড় সাফল্য আর কীই বা হতে পারে!