অবশেষে ইতি কেন্দ্র-রাজ্য সংঘাতের! জোকা-তারাতলা মেট্রোর অনুষ্ঠানে থাকছেন মোদী-মমতা, কলকাতায় আর কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?

কেন্দ্র (central government) ও রাজ্যগুলির (state government) যৌথ উদ্যোগে যে প্রকল্পগুলি হয়েছে, তা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রায়ই সংঘাত লেগেই থেকেছে এর আগে। প্রকল্প বাস্তবায়নেও বাঁধে সংঘাত। কার কৃতিত্ব বেশি কোনও প্রকল্পে, তা নিয়ে চলে ইঁদুর দৌড়। অনেক সময় এমনও দেখা গিয়েছে যে এমন অনেক প্রকল্পেই আমন্ত্রিত থাকে নি রাজ্য। তা নিয়ে সমালোচনাও হয়েছে। তবে এবার মনে হচ্ছে কেন্দ্র-রাজ্যের সংঘাতের ইতি ঘটল। কারণ এবার জোকা-তারাতলা মেট্রোর (Joka-Taratala Metro) উদ্বোধনে আমন্ত্রিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উভয়ই।
কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগেই জোকা থেকে তারাতলা, দক্ষিণ কলকাতা লাগোয়া শহরতলির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই মেট্রোপথ তৈরি হয়েছে। এবার এই মেট্রোপথের উদ্বোধনের পালা। তারপর শুরু হবে মেট্রো চলাচল। জোকা থেকে ঠাকুরপুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা ও বেহালা বাজার পেরিয়ে অনেক কম সময়ের মধ্যে যাত্রীরা পৌঁছে যাবেন তারাতলায়। ন্যূনতম ভাড়া ৫ টাকা। তারাতলা পর্যন্ত যেতে যাত্রীদের ২০ টাকার টিকিট কাটতে হবে। আপাতত এই রুটে সর্বাধিক ভাড়া ২০ টাকা।
আগামী ৩০শে ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই উদ্বোধন হবে জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। এছাড়াও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যসভার সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। এছাড়াও এদিন মঞ্চে থাকতে পারেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, মালা রায়, মৌসম নূর, দোলা সেনরাও। জানা যাচ্ছে, এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
কলকাতায় পা রাখার পর এদিন কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, দেখে নেওয়া যাক এক নজরে-
- সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন-সহ একাধিক রেল প্রকল্পের উদ্বোধন কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
- ১১টা ১০ মিনিট নাগাদ আইএনএস সুভাষে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রধানমন্ত্রীর।
- সকাল ১১টা ১৫ নাগাদ নমামি গঙ্গে ঘুরে দেখবেন মোদী।
- ১১টা ৩৫ নাগাদ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
- দুপুর ১টা ১০ থেকে ১টা ৫৫ পর্যন্ত সময় রাখা হয়েছে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের জন্য।
- মধ্যাহ্নভোজের পর আইএনএস সুভাষ থেকেই গাড়িতে আরসিটিসি হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন।
- দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরের উদ্দেশে উড়ান নেবে তাঁর কপ্টার।
- দুপুর ২টো ১৫ মিনিটে বিমানে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।