করোনা নিয়ে দেশে বাড়ছে উদ্বেগ! ‘চতুর্থ টিকা দেওয়া শুরু করে দিন’, স্বাস্থ্যমন্ত্রীকে পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের

চীনে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে তা নিয়ে নানান দেশেই উদ্বেগ বাড়ছে। ভারতেও সেই ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই ধরা পড়েছে। সেই কারণে বেশ আতঙ্কে চিকিৎসক মহল। সেই কারণে এবার দেশবাসীকে করোনার চতুর্থ টিকা দিতে শুরু করে দেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে হওয়া একটি বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর কাছে এমনই আবেদন জানানো হয়েছে বলে খবর।
গতকাল, সোমবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর প্রতিনিধি, বিশেষজ্ঞ চিকিৎসক এবং জনস্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে করেন। আগামী দিনে দেশে করোনা ভাইরাসের যে কোনও রকম সম্ভাব্য ঢেউয়ের মোকাবিলা করা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। করোনা সংক্রমণ ঠেকাতে দেশ কতটা প্রস্তুত, আরও ভালো প্রস্তুতির জন্য কী কী পদক্ষেপ করা প্রয়োজন, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয় এই বৈঠক। এই বৈঠকের পর টুইট করে স্বাস্থ্যমন্ত্রী জানান যে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এদিন বৈঠক শেষে আইএমএ-র প্রাক্তন প্রেসিডেন্ট জেএ জয়লাল জানান যে চতুর্থ টিকার অনুমোদন দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে পরামর্শ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় বুস্টার ডোজ ভাইরাসের প্রতিরোধে আরও ভালো কাজ করবে। স্বাস্থ্য কর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত লোকজনদের প্রাথমিকভাবে এই টিকা দেওয়ার আবেদন জানানো হয়েছে।
শুধুমাত্র চতুর্থ টিকাই নয়, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা এমন নানান সতর্কমূলক পদক্ষেপের পরামর্শও এদিনের বৈঠকে দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে, এমনটাই জানা গিয়েছে।