কন্যার সম্মান রক্ষার্থে প্রাণ খোয়ালেন বাবা! মেয়ের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে খুন জওয়ানকে

মেয়ের সম্মান রক্ষা করার জন্য প্রাণ গেল বাবার। মেয়ের আপত্তিকর মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদ করার জেরে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হল এক সেনা জওয়ানকে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে গুজরাতের খেড়া জেলার নাদিয়াদ এলাকায়।
সূত্রের খবর, নিহত বিএসএফ জওয়ানের কন্যার আপত্তিকর মুহূর্তের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। অভিযোগ ওঠে, মেয়েরই এক সহপাঠী, ১৫ বছরের এক কিশোর এই কাজ করেছে। গত শনিবার নাদিয়াদ এলাকার চাকলাসি গ্রামে এ নিয়ে অভিযুক্তের বাড়িতে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান মেলজিভাই বাঘেলা। বচসা চলাকালীন অভিযুক্তের পরিবারের সদস্যরা ওই জওয়ানকে প্রকাশ্যেই পিটিয়ে মারে বলে জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশ একটি খুনের মামলা দায়ের করা হয়। তদন্ত শুরু হয়েছে।
Gujarat | Seven accused arrested after they killed a BSF soldier Meljibhai Vaghela as he went to their home after one of the accused Shailesh Jadav made a video of victim's daughter viral in Chaklasi village in Nadiad on December 24: DSP VR Bajpai, Nadiad (26.10) pic.twitter.com/k3fEgrvARF
— ANI (@ANI) December 27, 2022
পুলিশ সূত্রে খবর, নিহত বিএসএফ জওয়ানের মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ত ওই কিশোর। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল বলে খবর। কিন্তু ওই কিশোর নিজের বান্ধবীর আপত্তিকর অবস্থার একটি অশালীন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এরপরই বাঁধে গোল।
গত শনিবার রাতে ক্ষিপ্ত জওয়ান তাঁর স্ত্রী, দুই ছেলে ও ভাইপোকে নিয়ে অভিযুক্ত ওই কিশোরের বাড়িতে হাজির হন। সূত্রের খবর, এই নিয়ে সেনাকর্মী ও অভিযুক্তের পরিবারের সদস্যদের মধ্যে বেশ বচসা শুরু হয়। কিশোরের বিরুদ্ধে অভিযোগ করতেই জওয়ান ও তাঁর পরিবারের উপর হামলা করে অভিযুক্তের পরিবার।
এই হামলাতেই পিটিয়ে খুন করা হয় জওয়ানকে। জওয়ানের ছেলেও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭, ৩২২, ৫০৪, ১৪৩, ১৪৭ ও ১৪৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর সাতজন অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ।