দেশ

বড় বিপত্তি বিয়েবাড়িতে! গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে গেলেন ৫২ জন অতিথি, মৃত্যু ২ শিশু-সহ ৫ জনের

বিয়েবাড়িতে চলছে হইহুল্লোড়। সকলে মেতে রয়েছেন আনন্দে। এরই মাঝে ঘটে গেল বড় বিপদ। গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হল বিয়েবাড়িতে। এর জেরে ঝলসে গিয়েছেন ৫০-এরও বেশি অতিথি। মৃত্যু হয়েছে দুই শিশুসহ পাঁচজনের।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে। পুলিশ সূত্রে খবর, রাজস্থানের যোধপুর থেকে ৬০ কিলোমিটার দূরে ভুঙ্গরা গ্রামে গতকাল বৃহস্পতিবার একটি বিয়ের অনুষ্ঠান ছিল। রাতে প্রীতিভোজের জন্য বিকেল থেকেই শুরু হয়েছিল রান্না।

কিন্তু হঠাৎই ঘটে গেল দুর্ঘটনা। আচমকাই বিস্ফোরণ হয় গ্যাস সিলিন্ডারে। সঙ্গে সঙ্গে প্যান্ডেলে আগুন ধরে যায়। লাগোয়া বাড়িটিও ব্য়াপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অত্য়ন্ত শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল।

সূত্রের খবর, এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে দুই শিশু-সহ পাঁচজনের। ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এরমধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এই ঘটনায় জেলা শাসক হিমাংশু গুপ্ত বলেন, “এটা অত্যন্ত বড় একটি দুর্ঘটনা। বিস্ফোরণের সময়ে বিয়েবাড়িতে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আহত ৫২ জনকে এমজিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বার্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। ১২ জনের দেহ অনেকটাই পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক”।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, যে জায়গা রান্না হচ্ছিল, সেখানে অনেকগুলি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। তার মধ্যেই একটি সিলিন্ডার লিক হয় আর আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ হয়। এর জেরে বাকি সিলিন্ডারগুলিও ফাটতে থাকে। আর প্যান্ডেল ও লাগোয়া বাড়িতে আগুন ধরে যায়। এই বিস্ফোরণের জেরে বাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর।  

Back to top button
%d bloggers like this: