দেশ

করোনা অতিমারি কাটিয়ে রথের রশিতে টান, দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন মোদী, অমিত শাহ দিলেন জগন্নাথ মন্দিরে পুজো

করোনা অতিমারির জেরে গত দু’বছর ধরে সেভাবে রথযাত্রা পালিত হয়নি। তবে এবার বেশ ধূমধামের সঙ্গে পালিত হচ্ছে রথযাত্রা। পুরী থেকে শুরু করে মাহেশ, সর্বত্র সাজো সাজো রব। রথযাত্রার শেষ সময়ের প্রস্তুতি তুঙ্গে। এদিন রথযাত্রা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রথযাত্রা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির কামনা করেন তিনি।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে পুজো দেন। মঙ্গল আরতিও করেন তিনি।

রথযাত্রার দিন আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসী শুভকামনা করেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

আজকের দিনে রথে চড়ে গুণ্ডিচায় মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ। সঙ্গে থাকবেন বলরাম ও সুভদ্রা। রথযাত্রা উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরীকে। ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে পুরী স্টেশন ঘরে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

সকলের ঠিকঠাক করোনা বিধি মেনে চলছে কী না, সকলে মাস্ক ব্যবহার করছেন কী না, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। নানান জায়গায় স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে।

Back to top button
%d bloggers like this: