মাসের শুরুতেই বড় সুখবর! এক ধাক্কায় ১০০ টাকা কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম, আমজনতার মুখে হাসি

মাসের শুরুর দিনই গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারিত হয়। দাম কমার বা বাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় মাসের শেষ সিনের মাঝরাতেই। এবার নতুন মাস পড়তেই মিলল সুখবর। গ্যাস সিলিন্ডারের দাম কমে গেল ১০০ টাকা। এর জেরে কলকাতায় বেশ সস্তা হল এলপিজি গ্যাস সিলিন্ডার।
তবে এই গ্যাসের দাম কমার ফলে গৃহস্থালিরা তেমন লাভবান হবেন না। কারণ দাম কমেছে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের। এর জেরে গৃহস্থালির মুখে কতটা আদৌ হাসি ফুটবে, তা সন্দেহ। কারণ ১৪ কেজির গ্যাস সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি।
তবে সব শহরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য যে ১০০ টাকা কমেছে তা কিন্তু নয়। দেখে নেওয়া যাক কোথায় কতটা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১০০ টাকা, দিল্লিতে দাম কমেছে ৯১.৫০ টাকা। মুম্বইতে কমেছে ৯২.৫০ টাকা। চেন্নাইতে সিলিন্ডার প্রতি দাম কমেছে ৯৬ টাকা
দেখে নেওয়া যাক মাসের শুরুতে কোন শহরে বাণিজ্যিক গ্যাসের দাম কত হল? দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৮৮৫ টাকা। দিল্লিতে আগে দাম ছিল ১৯৭৬ টাকা ৫০ পয়সা। কলকাতায় গ্যসের দাম কমেছে সবচেয়ে বেশি। ১০০ টাকা দাম কমে বর্তমানে দাম এসে ঠেকেছে ১৯৯৫ টাকাতে। গত মাসে দাম ছিল ২০৯৫ টাকা। মুম্বইতে বর্তমান দাম ১৮৪৪ টাকা। চেন্নাইতে সিলিন্ডারের দাম রয়েছে ২০৪৫ টাকা।
বাণিজ্যিক গ্যাসের দাম কমলে হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকানের মালিক সুবিধা পাবেন। বাণিজ্যিক গ্যাসের দাম কম হলে এর প্রভাব পণ্য বাজারেও পড়বে। এর জেরে খাবারের দাম অন্তত বাড়বে না। গত মাসেও কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল ৩৬ টাকা ৫০ পয়সা। শেষ চারমাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৪৫৮ টাকা ৫০ পয়সা।