অনলাইনে বিরিয়ানি অর্ডার করেই বিপত্তি! খাবার খেয়ে মৃত্যু তরুণীর, তদন্তের নির্দেশ দিল সরকার

বর্ষশেষে নিজের মতো করেই আনন্দে মেতেছিলেন দেশবাসী। অনেকেই এবার বিরিয়ানি দিয়ে উদযাপন করেন বছরের শেষদিন। অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি-র তরফে জানানো হয়েছে যে ৩১শে ডিসেম্বরের রাতে তাদের কাছে সাড়ে তিন লক্ষ বিরিয়ানির অর্ডার এসেছিল। কিন্তু এবার এই অনলাইনে খাবার অর্ডার করেই ঘটে গেল বিপত্তি। অনলাইনে অর্ডার করা খাবার খেয়ে মৃত্যু হল এক তরুণীর।
ঘটনাটি ঘটেছে কেরলের কাসরগডের কাছে পেরুমবালা এলাকায়। মৃতা ওই তরুণীর নাম অঞ্জু শ্রীপার্বতী। সূত্রের খবর অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর রোম্যান্সিয়া নামে স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে কুঝিমান্থী (বিরিয়ানির স্থানীয় নাম) অর্ডার করে করেছিলেন ওই তরুণী।
কিন্তু অভিযোগ, সেই বিরিয়ানিটি খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন অঞ্জু। প্রাথমিকভাবে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে স্থানান্তরিত করা হয় কর্নাটকের ম্যাঙ্গালুরুতে অন্য একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু আজ, শনিবার সকালে মৃত্যু হয় অঞ্জুর।
এই ঘটনায় মৃতা তরুণীর মা-বাবা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। হাসপাতাল সূত্রে খবর, খাবারে বিষক্রিয়ার কারণেই অঞ্জু অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সেই কারণেই মৃত্যু হয়েছে ওই তরুণীর। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে অঞ্জুর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
এই ঘটনায় সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। এই ঘটনায় সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফুড সেফটি কমিশনারকে।
বলে রাখি, চলতি সপ্তাহের শুরুতেই কোঝিকোড়ের একটি স্থানীয় রেস্তোরাঁ থেকে খাবার খাওয়ার পর মৃত্যু হয়েছিল কোট্টায়াম মেডিকেল কলেজের একজন নার্সের। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যেসমস্ত রেস্তোরাঁগুলির বিরুদ্ধে খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট-এর অধীনে তাদের লাইসেন্স বাতিল করা হবে।