প্রযুক্তি

ট্রামে-বাসে বাদুড়ঝোলার দিন শেষ, অত্যন্ত কম দামে এবার কিনে নিন ইলেকট্রিক গাড়ি, ১৫ মিনিটের চার্জেই দৌড়বে ৮০০ কিলোমিটার

বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে রমরমিয়ে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। জ্বালানির খরচায় না জ্বলে এখন বেশিরভাগ মানুষই ঝুঁকছেন ইলেকট্রিক গাড়ি কেনার দিকে। ভারতেও ইলেকট্রিক গাড়ি কেনার প্রবণতা বেশ বেড়েছে ইদানিংকালে। জ্বালানিচালিত গাড়িকে সরিয়ে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে বিদ্যুৎচালিত গাড়ি।

জ্বালানি গাড়ির মধ্যে টক্কর থাকে মাইলেজ নিয়ে আর বিদ্যুৎচালিত গাড়িতে টক্কর চলে রেঞ্জ নিয়ে। এবার দারুণ এক রেঞ্জের ইলেকট্রিক গাড়ি এল বাজারে। গোটা বিশ্বকে নিমেষেই তাক লাগিয়েছে Li Mega।

কী কী ফিচার্স রয়েছে এই গাড়িতে?

অটোমোবাইল রিপোর্ট অনুযায়ী, Li Mega গাড়িটি ১৫ মিনিটেই ফুল চার্জ হতে পারে। আর একবার ১০০ শতাংশ চার্জ হলে গাড়িটি ৮০০ কিলোমিটার রেঞ্জ দেয়। জানা গিয়েছে কোম্পানি ৫০০ ওয়াট শক্তি সম্পন্ন চার্জিং স্টেশন গড়ে তুলবে এই গাড়ির জন্য।

এই গাড়ির আরও একটি বিশেষ ফিচার্স হল সেল্ফ-ড্রাইভিং ফিচার্স। অর্থাৎ মানুষের হস্তক্ষেপ ছাড়াই রাস্তা পথ নেভিগেট করে গাড়ি চালাতে পারে এতে থাকা প্রযুক্তি। গাড়িটি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে মোড়া।

বিশ্বে এই পরিমাণ রেঞ্জ দিতে পারে এমন গাড়ির সংখ্যা খুবই কম। বর্তমানে অধিকাংশ ইলেকট্রিক গাড়ি সর্বোচ্চ ৪০০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে কিন্তু এই ক্ষেত্রে বিশেষ নজির গড়তে চলেছে এই ইলেকট্রিক গাড়ি।

কত দাম এই ইলেকট্রিক গাড়ির?

এই Li Mega গাড়িটির দাম ৭০,১৬০ ডলার রাখা হয়েছে।

সবথেকে কম দামী ইলেকট্রিক গাড়ি কোনটি?

ভারতে এই মুহূর্তে সবথেকে কম দামি ইলেকট্রিক গাড়ি MG Comet। গাড়িটি সদ্য লঞ্চ হয়েছে বাজারে। তিন দরজার এই গাড়ি দেখতে ছোটোখাটো হলেও রেঞ্জ দেয় দারুণ। ফুল চার্জে ২৩০ কিলোমিটার ছুটতে পারে গাড়িটি। ১৭.৩ কিলোওয়াট ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এই চাকায়। ভারতে এই গাড়ি কিনতে গেলে খরচ পড়বে ৭.৯৮ থেকে ৯.৯৮ লক্ষ টাকা।

ভারতে কোন ইলেকট্রিক গাড়ির রেঞ্জ সবথেকে বেশি?

এ দেশে এখনও পর্যন্ত বেশ কয়েকটি ব্যাটারি চালিত গাড়ি লঞ্চ হয়েছে। যার মধ্যে অনেক স্বল্প মূল্যের গাড়ি রয়েছে আবার অনেক বিলাসবহুল গাড়িও রয়েছে। তবে এগুলির মধ্যে সবথেকে বেশি রেঞ্জ দেয় যে গাড়িটি সেটি হল Mercedes Benz EQS। এই গাড়ির রেঞ্জ ফুল চার্জে ৮৫৭ কিলোমিটার।

এর পর রয়েছে Kia EV6 যার রেঞ্জ ৭০৮ কিলোমিটার, Hyundai Ioniq 5-এর রেঞ্জ ৬৩১ কিলোমিটার, BMW i7-এর রেঞ্জ ৬২৫ কিলোমিটার, BMW i4-এর রেঞ্জ ৫৯০ কিলোমিটার, BYD-এর রেঞ্জ ৫২১ কিলোমিটার, MG ZS EV-এর ৪৬১ কিলোমিটার, Tata Nexon-এর রেঞ্জ ৪৫৩ কিলোমিটার।

Back to top button
%d bloggers like this: