একবার চার্জেই চলবে ২ দিন, দুর্দান্ত ব্যাটারির স্মার্টফোন আজই লঞ্চ করছে Samsung, এখনই জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

জুলাই মাস পড়ার পর থেকেই কোনও না কোনও স্মার্টফোন বাজারে আসছে। পছন্দ মতো নিজেদের ফোন কিনছেন গ্রাহক। আজ অর্থাৎ ৭ই জুলাই দুপুর ১২টা নাগাদ লঞ্চ হল Samsung Galaxy M34 স্মার্টফোনটি। দুর্দান্ত ব্যাটারির এই ফোনে একবার চার্জ দিলে তা ২ দিন থাকবে, এমনটাই দাবী কোম্পানির। কোথা থেকে কিনবেন এই ফোন, দামই বা কত এই স্মার্টফোনের, সবটা জেনে নিন বিস্তারিতভাবে।
কী কী ফিচার্স রয়েছে এই স্মার্টফোনে?
Samsung Galaxy M34 ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। স্মার্টফোনটিতে রয়েছে ৬০০০ মেগাহার্টজের ব্যাটারি যা ২ দিন পর্যন্ত স্থায়ী থাকবে বলে দাবী করেছে কোম্পানি। এই ফোনে Exynos ১২৮০ চিপসেটের সাপোর্ট মিলবে। এই ফোনে MediaTek Dimensity ১০৮০ SoC চিপসেট ব্যবহার করেছে কোম্পানি।
কত দাম হতে চলেছে Samsung Galaxy M34-এর?
এই স্মার্টফোনটির দাম হতে পারে ১৯ থেকে ২০ হাজারের মধ্যে। তিনটি রঙে এই স্মার্টফোন কিনতে পারবেন গ্রাহক। মিডনাইট ব্লু, ওয়াটারফল ব্লু ও প্রিজম সিলভার, এই তিনটি কালার অপশন রয়েছে। Amazon ও Samsung এর অফিসিয়াল ওয়েবসাইটে এই মোবাইলটি অর্ডার করতে পারবেন গ্রাহক। লঞ্চের ইভেন্টে ফোনটির অফিসিয়াল দাম সম্পর্কে জানা যাবে। SBI এবং ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে স্মার্টফোনটি কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
১০ই জুলাই লঞ্চ হচ্ছে আরও তিনটি স্মার্টফোন
সূত্রের খবর, আগামী ১০ জুলাই Oppo Reno 10 সিরিজ লঞ্চ করতে চলেছে Oppo। এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে Oppo Reno 10, Oppo Reno 10 Pro ও Oppo Reno 10 Pro Plus। লঞ্চের আগেই জানা গিয়েছে Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro Plus-এর দাম। জানা যাচ্ছে, ফোনগুলির দাম হতে পারে যথাক্রমে ৪০,৯৯৯ টাকা ৫৪,৯৯৯ টাকা।