গ্রুপ ডি-র পর এবার নবম-দশম! উত্তরপত্র কারচুপির জেরে চাকরি গেল ৬১৮ জনের, নামের তালিকা প্রকাশ করল এসএসসি

এর আগে গ্রুপ ডি-তে ১,৯১১ জনের চাকরি বাতিল হয়েছিল। এবার নবম-দশমের ৬১৮ জনের চাকরি বাতিল হল। চাকরিপ্রার্থীরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন বটে কিন্তু শেষরক্ষা হয়নি। এসএসসি মেনে নিয়েছে যে বেআইনিভাবে নিয়োগ হয়েছে তাদের। কমিশন যে নিয়োগের সুপারিশ বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে লেখা হয়েছে ‘Erroneously Issued’।
জানা গিয়েছে এসএসসির তরফে বাকিদের তালিকাও দ্রুত প্রকাশ করা হবে। ৮০৩ জন শিক্ষক দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কমিশন সাফ জানিয়ে দেয় নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছিল। উত্তরপত্র জালিয়াতির ফলে যে শিক্ষকরা চাকরি পেয়েছিলেন, এসএসসি ২০১৬ নিয়োগ সংক্রান্ত আইনের ১৭ নম্বর ধারা প্রয়োগ করে তা বাতিল করা হয়েছে। আজ, মঙ্গলবার থেকেই নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে যায়। ওই শিক্ষকরা যাতে আর স্কুল না যেতে পারেন, সেই ব্যবস্থা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন।
শুভময় ভুঁইয়া নামে এক চাকরি প্রার্থী মামলাটি করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, নবম-দশমের ৮০৩ জন উত্তরপত্রে কারচুপির ভিত্তিতে চাকরি পেয়েছেন বলে মামলা হয়। এসএসসি কোর্টে হলফনামা দিয়েই জানিয়েছিল, এই উত্তরপত্রে কারচুপির তথ্য় মিলেছে। চাকরি বাতিলের জন্য প্রস্তুত ছিল কমিশনও।
এই বিষয়ে এসএসসি হাত তুলে নেওয়ার পরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। কিন্তু লাভের লাভ কিছু হল না। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে তারা কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেবে না।
আর এরপরই কমিশনের তরফে তালিকা প্রকাশ করা হল। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের প্রক্রিয়া ধাপে ধাপে চলবে। এই গোটা প্রক্রিয়াটা শেষ করতে বেশ কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।