রাজ্য

‘আমার পক্ষে যতটা সম্ভব আমি করব’, লিট্টি-চোখা খেতে খেতে জামুরিয়াবাসীকে বড় প্রতিশ্রুতি দিলেন অভিষেক

জামুরিয়াবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল, বুধবার জামুরিয়ার কেন্দায় লিট্টি-চোখা খাওয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। সেখানে জামুরিয়াবাসীরা তাঁকে নিজেদের সমস্যার কথা জানান। স্থানীয়দের কথায়, সেখানে পানীয় জলের সংকট রয়েছে আর জামুরিয়ায় কোনও দমকল কেন্দ্র নেই। একথা শোনার পর বড় এক ঘোষণা করলেন অভিষেক।

এই এলাকায় কোনও অগ্নিকাণ্ড ঘটলে জামুরিয়াবাসীকে আসানসোল–রানিগঞ্জের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। আর জামুড়িয়ার মানুষের এই দুই চাহিদা পূরণ হয়নি। ওই দুই চাহিদা দ্রুত পূরণের প্রতিশ্রুতি দেন অভিষেক। তিনি বলেন, “‌আমার পক্ষে যতটা করা সম্ভব তা করব”।

লিট্টিচোখা খাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রতিশ্রুতি আদায় করে বেশ খুশি জামুড়িয়াবাসী। লিট্টিচোখা মূলত বিহারীদের খাবার। এ নিয়ে অভিষেক বলেন, “‌বাংলার মাটি সম্প্রীতির মাটি, এখানে জাতি, ধর্ম, ভাষার কোনও ভেদাভেদ নেই। আমরা এক হয়ে থাকি এবং ১০০ বছর পরও আমাদের এই পরিবেশ নষ্ট করতে পারবে না কোনও গুজরাতি নেতা”।

অভিষেক ঠিক কী ইঙ্গিত করে একথা বললেন, তা কারোর বুঝতে অসুবিধা হয়নি। এদিন অন্ডাল থানার উখড়ায় রোড শো শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় জামুড়িয়ার কেন্দা যায়। এদিন যাত্রাপথে অভিষেক দেখেন, তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ তাঁকে দেখার জন্য পাণ্ডবেশ্বর হরিপুর এলাকায় ফাঁকা মাঠ দিয়ে দৌড়চ্ছেন। সেই কারণে অভিষেক কনভয় থামিয়ে দেন অভিষেক। সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এরপর অনুষ্ঠানে যোগ দেন অভিষেক।

এদিন এই মঞ্চে অভিষেকের সঙ্গে ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। অভিষেক বলেন, “এখানে বক্তব্যের জন্য মঞ্চ বেঁধে ঠিক কাজ হয়নি। আমি তো লিট্টিচোখা খেতে এসেছি। আর গল্প করতে এসেছি”।

আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার পাশে বসে লিট্টিচোখা খান অভিষেক আর উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আমি কোনও রাজনৈতিক বক্তব্য রাখব না। শুধু একথা বলতে চাই, আমি যে ব্যবস্থা করেছি তাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন করবেন সাধারণ মানুষই। দু’–তিনমাস অন্তর আমি পশ্চিম বর্ধমানে আসব। আপনাদের ভালবাসা আমাকে কাছে টেনে নিয়েছে। আপনাদের ও আমার মাঝে আর কেউ থাকবে না’।

Back to top button
%d bloggers like this: