এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে গ্রেফতারির জের! পার্থকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে সরানো হোক, মমতাকে চিঠি দিলেন অধীর

এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam Case) জেরে ইডি গ্রেফতার করেছে রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এই নিয়ে রাজ্য-রাজনীতি এখন উত্তাল। এই নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগতে ছাড়ে নি বিরোধীরা। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারির জেরে তাঁকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে সরানোর দাবী তুললেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Choudhury)। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠিও লিখলেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ায় বিরোধীদের হাতে এক মোক্ষম হাতিয়ার চলে গিয়েছে বলা যায়। এই নিয়ে সরব হতে কালবিলম্ব করেননি কেউ। বিজেপি, সিপিএম সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ সুর চড়ালেও কংগ্রেসের তরফে অধীর চৌধুরী প্রথমবার সরাসরি সরকারের কাছে নিজেদের দাবী রাখলেন।
মমতাকে পাঠানো চিঠিতে অধীর লিখেছেন, “রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি সকলের কাছে একটা ওপেন সিক্রেট। আপনার মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায়ের কুকীর্তি নিয়েই আপনাকে এই চিঠি লিখছি। তিনি বর্তমানে আপনার সরকারে শিল্প এবং পরিষদীয় মন্ত্রীর পদে রয়েছেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। সেই সময়ই তিনি শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতি কোনওকালেই গোপন কিছু নয়। বাংলার সবাই সব জানে। আদালতের হস্তক্ষেপের পরই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিষয়টিতে মুখ পুড়ছে বাংলার সরকারের”। এই বিষয়ে নবান্নের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে, গতকাল, সোমবার নজরুল মঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সবাই সাধু এ কথা আমি বলতে পারব না। সাধুর মধ্যেও ভূত আছে। কেউ ১০০% সঠিক কাজ করবে সেটাও বলতে পারব না। জেনেশুনে অন্যায় করিনি। কেউ কেউ মহিলাঘটিত কোনও ব্যাপার টেনে আনছেন। মহিলাদের আমি সম্মান করি। কিন্তু, সবাই তো এক নয়। সবটাই প্রমাণসাপেক্ষ বিষয়। তবে অন্যায় প্রমাণ করতে পারলে যে অন্যায় করেছে তাঁর বিরুদ্ধে যা খুশি করুন, আই ডোন্ট কেয়ার”।
বলে রাখি, ২৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর গত শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা। এরপর থেকে এই ঘটনায় একের পর এক তথ্য উঠে আসছে। অর্পিতাকেও গ্রেফতার করা হয়েছে। পার্থ ও অর্পিতাকে জেরার জন্য ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। আজ, মঙ্গলবার সকালে ভুবনেশ্বর থেকে কলকাতা ফেরানোর পর পার্থ চত্তপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় ইডির দফতরে সিজিও কমপ্লেক্সে। অর্পিতা ও পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে জানা যাচ্ছে।