রাজ্য

অর্পিতা-মোনালিসার পর এবার খোঁজ মিলল পার্থর আরও এক বান্ধবীর, কে তিনি, কীভাবে যোগাযোগ তাঁর সঙ্গে শিল্পমন্ত্রীর?

এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে ইডি গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। দু’দিনের জেল হেফাজত হয়েছে তাঁর। এদিকে, পার্থর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি উদ্ধার করেছে ২১ কোটি টাকা, ৫০ লক্ষ টাকার বেশি গয়না ও ২০টি মোবাইল। অর্পিতাকেও গ্রেফতার করা হয়েছে।

এরপরই খোঁজ মেলে পার্থ চট্টোপাধ্যায়ের আরও এক ঘনিষ্ঠ বান্ধবী মোনালিসা দাসের। জানা গিয়েছে, শান্তিনিকেতনে মোনালিসার নামে অনেকগুলি সম্পত্তি রয়েছে। আর মোনালিসার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। আর এরই মাঝে খোঁজ মিলল পার্থর আরও এক ঘনিষ্ঠ বান্ধবী ডঃ অহনা চক্রবর্তীর।

জানা যাচ্ছে, এই মহিলার সঙ্গেও বেশ ভালো পরিচয় ও সম্পর্ক ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। এই ডঃ অহনা চক্রবর্তী নদীয়ার শিমুরালি শচিদানন্দ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ। জানা গিয়েছে অহনা মূলত কলকাতার বাসিন্দা।

সূত্রের খবর, ২০১৮ সালে এই কলেজে অধ্যক্ষ নিযুক্ত হন অহনা। তবে ঠিক কী পদ্ধতিতে তিনি হঠাৎ এই কলেজে অধ্যক্ষ হলেন, তা কারোর জানা নেই। সেই নিয়ে উপযুক্ত কোনও তথ্যও মেলেনি। পার্থর নানান বান্ধবীকে নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। সোশ্যাল মিডিয়াও এই নিয়ে উত্তাল।

বিরোধী পক্ষের তরফে আগেই দাবী করা হয়েছিল যে কল্যাণী, হরিণঘাটায় কেন তদন্ত করা হচ্ছে না, সেখানেও তদন্ত করা হোক। তাদের দাবী ছিল, সেই সব জায়গায় সঠিক তদন্ত করলে অনেক তথ্য উঠে আসতে পারে। বিরোধী শিবির দাবী তোলে যে কল্যাণী বা হরিণঘাটায় তদন্ত করলে পার্থর আরও অনেক ঘনিষ্ঠের নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে।

এমনকি, অনেক তৃণমূল নেতারাও এই একই দাবী জানিয়েছেন বলে খবর। যদিও তারা প্রকাশ্যে মুখ খুলতে চান নি। নদীয়ার শোভনা অঞ্চলের এক প্রবীণ তৃণমূল নেতা এই বিষয়ে একাধিক নেতার নাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিষয়ে ইডির তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Back to top button
%d bloggers like this: