‘সৌমেন্দুর কেশ স্পর্শ করার ক্ষমতা ওঁদের নেই, দু’ঘণ্টার মধ্যে কড়া ডোজ দিয়ে দেব রাধাগোবিন্দকে’, হুঁশিয়ারি শিশিরের

আজ ছিল বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা। সেই দিনই নিজের গড়ে আক্রান্ত হলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কনিষ্ঠ ভ্রাতা সৌমেন্দু অধিকারী।
আজ সকালে পূর্ব মেদিনীপুরের সাবাজপুট এলাকায় আক্রান্ত হন সৌমেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, শাসক দল তৃণমূলের আশ্রিত প্রায় ৫০ জন দুষ্কৃতী ব্যাপক ভাঙচুর চালায় তাঁর গাড়িতে। মারধর করা হয় সৌমেন্দু’র গাড়ির চালককে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন এই তৃণমূল ত্যাগী বিজেপি নেতা। তিনি জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত ঘটনাস্থল ছাড়বেন না তিনি। শনিবার ভোট চলাকালীন সৌমেন্দু বলেন, ‘তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রামগোবিন্দ দাসের নেতৃত্বে ৫০ জন দুষ্কৃতী হামলা চালিয়েছে। তাঁরা বুথে রিগিং করছিল। কেন্দ্রীয় বাহিনীকে বলার পরও হেলদোল ছিল না। ভেতরে যখন গিয়ে ছিলাম তখন গাড়িতে আক্রমণ করল।’
আরও পড়ুন –‘নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে’, বিজেপি নেতাকে ফোনে আবদার মমতার!
উল্লেখ্য, কাঁথির দুটি বুথে রিগিংয়ের অভিযোগ পেয়ে ছুটে যান দক্ষিণ কাঁথির বিজেপি এজেন্ট সৌমেন্দু অধিকারী। তাঁর দাবি, ওখানে পৌঁছতেই বুথের বাইরে তাঁর গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তাঁর গাড়ির চালক আহত হন। তিনটি বুথে রিগিং করা হচ্ছিল। তা রুখতে গিয়েছিলাম।
ছোট ছেলের ওপর হামলার এই ঘটনাতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বর্ষীয়ান নেতা শিশির অধিকারী। রাগে ফুঁসে উঠে তিনি বলেন, ‘সৌমেন্দুর কেশ স্পর্শ করার ক্ষমতা ওঁদের নেই। আগামী দু’দিন আরও কঠিন সময় আসছে। দু’ঘণ্টার মধ্যে ওষুধ দিয়ে দেব। কড়া ডোজ দিয়ে দেব রাধাগোবিন্দকে।’
এরপরই রাধাগোবিন্দর বিরুদ্ধে তোপ দেগে শিশির অধিকারী বলেন, ‘মদ, মাংস কেন্দ্রীয় বাহিনীকে সাপ্লাই করছে। ওঁর ব্যবস্থা করব। প্রতিটি প্রক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া আছে।’