রাজ্য

WB Election 2021:নজরে নন্দীগ্রাম! ‘দিদি’র বিরুদ্ধে লড়ার চ্যালেঞ্জ নিতে তৈরি! দলের ‘দাদা’দের জানালেন শুভেন্দু অধিকারী

কাল তৃণমূলের পূর্ণাঙ্গ ও বিজেপির আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আর তারপরেই বাংলার ভোটযুদ্ধের সবচেয়ে বড় দামামা বেজে যাবে। এই উত্তপ্ত পরিস্থিতিতে এবার হাইভোল্টেজ নন্দীগ্রাম থেকে দিদির বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন একদা তৃণমূলের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী। সকালের দুই দফার বৈঠকের পর রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন নন্দীগ্রামে প্রার্থী হতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি উচ্ছে প্রকাশ করেছেন। তবে শেষ সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের হবে বলে জানিয়েছেন রাজীব। তিনি নিজেও ডোমজুড় থেকে প্রার্থী হতে চেয়েছেন বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে প্রথম ২ দফার প্রার্থী চূড়ান্ত হওয়ার পর তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-WB Election 2021: কাল তৃণমূলের! প্রতিপক্ষকে মাত দিয়ে আজ রাতেই কি প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র? জানুন বিস্তারিত

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেত্রী ঘোষণা করে দিয়েছেন তিনি কেবল নন্দীগ্রাম থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ১০ই মার্চ হলদিয়ায় নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেবেন তিনি। সেখানে শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন মমতা। তাই নন্দীগ্রাম খন শুভেন্দুর কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই এবার বড় পরীক্ষার সম্মুখীন হতে চাইছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী l

বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে এক বৈঠকে বসেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই বৈঠক থেকে বেরিয়ে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত দেন যে খুব সম্ভবত নন্দীগ্রামে মমতা-শুভেন্দুর মুখোমুখি লড়াই দেখা যাবে। সূত্রের খবর, শুভেন্দু বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, তিনি নন্দীগ্রামে লড়তে তৈরি।

আরও পড়ুন-WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

আজ প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব উড়ে গেছে দিল্লি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী খবর, বঙ্গ বিজেপির সমগ্র নেতৃত্বের সামনেই অমিত শাহ্, জেপি নাড্ডারা শুভেন্দুর কাছে জানতে চান, তিনি কি মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্মুখ সমরে নামতে চান? বিজেপি সূত্রে খবর, শুভেন্দু তখন বলেছেন এই লড়াইয়ের জন্য তিনি তৈরি। যদিও প্রার্থী তালিকায় সিলমোহর দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন সন্ধ্যায় চূড়ান্ত তালিকা বাছতে বৈঠকে বসবে বিজেপির সংসদীয় কমিটি। বৈঠকের পর আজ রাতে বা শুক্রবার সকালে তালিকা প্রকাশ করা হতে পারে।
Back to top button
%d bloggers like this: