WB Election 2021:নজরে নন্দীগ্রাম! ‘দিদি’র বিরুদ্ধে লড়ার চ্যালেঞ্জ নিতে তৈরি! দলের ‘দাদা’দের জানালেন শুভেন্দু অধিকারী

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেত্রী ঘোষণা করে দিয়েছেন তিনি কেবল নন্দীগ্রাম থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ১০ই মার্চ হলদিয়ায় নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেবেন তিনি। সেখানে শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন মমতা। তাই নন্দীগ্রাম খন শুভেন্দুর কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
বাংলার মুখ্যমন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই এবার বড় পরীক্ষার সম্মুখীন হতে চাইছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী l
বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে এক বৈঠকে বসেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই বৈঠক থেকে বেরিয়ে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত দেন যে খুব সম্ভবত নন্দীগ্রামে মমতা-শুভেন্দুর মুখোমুখি লড়াই দেখা যাবে। সূত্রের খবর, শুভেন্দু বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, তিনি নন্দীগ্রামে লড়তে তৈরি।
আরও পড়ুন-WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!
আজ প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব উড়ে গেছে দিল্লি।