রাজ্য

নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পরই বড় চমক, মমতার আশ্রয় ছেড়ে এবার নিজের নতুন দলের ঘোষণা বিভাস অধিকারীর

নিয়োগ দুর্নীতিতে (recruitment scam) তাঁর নাম জড়িয়েছে। একাধিকবার তদন্তকারীদের জেরার মুখেও পড়তে হয়েছে। গতকাল, শনিবারই তাঁর বাড়ি ও আশ্রমে হানা দিয়েছিল সিবিআই (CBI)। আর এত কিছু কাণ্ডের মধ্যেই এবার বড় এক চমক দিলেন নলহাটির প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারী (Bibhas Adhikari)। নিজের নতুন দল অল ইন্ডিয়া আর্য মহাসভার (All India Arya Mahasabha) ঘোষণা করলেন তিনি। আজ, রবিবার দুপুরে এই দলের তরফে একটি অনুষ্ঠানের ঘোষণা করা হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর বিভাস অধিকারীর নাম এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রথম জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। প্রথমে সিপিএমের সঙ্গে ছিলেন বিভাস। ২০১১ সালে তাঁর বাবা প্রভাকর অধিকারী ছিলেন পঞ্চায়েতে সিপিএমের বিরোধী দলনেতা। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর বিভাস যোগ দেন তৃণমূলে। নলহাটির ২ ব্লকের সভাপতি ছিলেন তিনি।

শুধু রাজনীতিবিদই নয়, নলহাটির কৃ্ষ্ণপুরে একটি আশ্রম রয়েছে বিভাস অধিকারীর। সেই আশ্রমের পাশে রয়েছে দুটি বিএড কলেজ। দূরদুরান্তের অনেকেই ভর্তি হতেন সেও কলেজে। কারণ সেখান থেকে পাশ করলে চাকরি ছিল বাধা। এরপর বিভাসের নাম জড়ায় দুর্নীতিতে। এরপরই তিনি তৃণমূলের ব্লক সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। তৃণমূলে থেকেও তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও গুঞ্জন উঠেছিল।

একটা সময়ে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথাও বলেছিলেন বিভাস অধিকারী। তিনি জানিয়েছিলেন যে আশ্রম আর বাড়ি নিয়েই থাকবেন তিনি। তবে এবার রাজনীতিতে তৃতীয় ইনিংস শুরু করার পথে বিভাস। গতকাল, শনিবার বিকেলে অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটি রাজনৈতিক দলের ঘোষণা করেন তিনি। আজ, রবিবার সম্মেলনের আয়োজন করা হয়েছে সেই দলের তরফে।

বিভাস এই নতুন দল গঠনের কথা ঘোষণা করতেই প্রশ্ন উঠেছে যে তিনি কী তবে তৃণমূল ছেড়ে দিয়েছেন? এই বিষয়ে তৃণমূলের জেলা কোর কমিটির কনভেনর বিকাশ রায়চৌধুরী জানান, “বিভাস পদ ছেড়েছেন। রাজনৈতিক সন্ন্যাস নেবেন বলেই শুনেছিলাম। বিশেষ কিছু জানি না”। আবার তৃণমূলের একাংশের ধারণা, বিভাস বিজেপির হয়েই কাজ করছেন। তৃণমূলের ভোট কমানোর জন্যই তিনি নতুন দলের ঘোষণা করেছেন।

Back to top button
%d bloggers like this: