‘দিদির দূতরা এলে গাছের সঙ্গে বেঁধে রাখুন’, ফের আক্রমণাত্মক ভঙ্গিতে শাসক দলকে তোপ দিলীপের

দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও বিতর্ক (controversy) যেন রাজনীতির দুনিয়ায় একে অপরের পরিপূরক। নানান সময় নানান ধরণের বেফাঁস মন্তব্য করে বিতর্ক উস্কে দেন এই বিজেপি নেতা। অতীতেও বহুবার এই ধরণের ঘটনা ঘটেছে। এবারও এর অন্যথা হল না। ফের একবার শাসক দলকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ।
গতকাল, রবিবার বিজেপির তরফে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কুশবাসান এলাকায় একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই যোগ দিয়েছিলেন সাংসদ তথা প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিনও নিজের চেনা ভঙ্গিতেই মঞ্চ থেকে শাসকদলের নেতা-কর্মীদের নিশানা করেন তিনি।
দিলীপ ঘোষ এদিন বলেন, “মোদীজি বলেছেন সব রাস্তা পাকা করে দাও। সব বাড়ি পাকা করে দাও। কিন্তু এখানে এসে দেখছি, না রাস্তা আছে, না বাড়ি। কিন্তু এখানকার মানুষের অন্যায়টা কী”।
এই প্রসঙ্গে মেদিনীপুরের সাংসদ আরও বলেন, “দিদির দূতরা বাড়িতে এলে জিজ্ঞেস করবেন, কেন পাকা বাড়ি, রাস্তা হয়নি। ভোট দিয়েছি আমরা আর পাকা বাড়ি হয়েছে আপনাদের”।
এরপরই বেফাঁস মন্তব্য করেন দিলীপ ঘোষ। বলেন, “এবার দিদির দূতেরা ভোট চাইতে এলে নারকেল নাহলে ইউক্যালিপতটাস গাছে বেঁধে রাখবেন”।
বিজেপি সাংসদের এহেন মন্তব্যের নিন্দা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, “দিলীপবাবু মানসিকভাবে ভেঙে পড়েছেন। এখন নিজেদের অস্তিত্ব জাহির করতে অনেক কথা বলছে। ওনারা যত এসব বলবে তত মানুষের তৃণমূলের প্রতি আস্থা বাড়বে”। দিলীপ ঘোষের এহেন মন্তব্যের জেরে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে।