রাজ্য

ফের বোমা বিস্ফোরণ রাজ্যে, বিস্ফোরণে গুরুতর জখম এক কিশোর, চাঞ্চল্য টিটাগড়ে

ফের বোমা বিস্ফোরণ টিটাগড়ে। বোমা বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছে এক কিশোর। টিটাগড়ের উড়োন পাড়া কারবালা মাঠ এলাকায় ঘটেছে এই বিস্ফোরণ। সেই এলাকায় প্রতিদিন বহু মানুষের আনাগোনা লেগে থাকে। এমন জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। স্থানীয়দের কথা অনুযায়ী, গতকাল, বুধবার সন্ধ্যেয় ওই কিশোর খেলা করতে যায় ওই স্থানে। তখনই ঘটে বিস্ফোরণ।

ঘটনাটি ঘটেছে টিটাগড় পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, মহম্মদ আফরোজ নামে ওই কিশোরের হাতে ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। পুলিশের প্রাথমিক অনুমান, বোমার ওপর পা পড়ে যাওয়ার পরই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে চমকে যান এলাকার বাসিন্দারা।

তারা ছুটে যান ঘটনাস্থলে। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি সেখান থেকে কিশোরকে উদ্ধার করা হয়। প্রথমে কিশোরকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আহত ওই কিশোরকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।

এমন জনবহুল এই এলাকায় বোমা কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। টিটাগড় পুরসভার ভাইস চেয়ারম্যান মহম্মদ জলিল বলেন, “কারবালার মতো এলাকায় কীভাবে বিস্ফোরক আসতে পারে, তা ভাবতেই পারছি না”।

তাঁর কথায়, এই এলাকায় অনেক মানুষের বাস। বহু মানুষ প্রতিদিন এই কারবালা দিয়ে যাতায়াত করেন। ফলে বিস্ফোরণের প্রভাব আরও ভয়াবহ হতে পারত বলে মনে করেন তিনি।

এই ঘটনা  নিয়ে পুরসভার পুরপ্রধান কমলেশ সাউও আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের কড়া শাস্তি হবে।

বলে রাখি, গত সেপ্টেম্বরেই টিটাগড়ের একটি স্কুলে বিস্ফোরণ ঘটে। ক্লাস চলাকালীনই এই বিস্ফোরণে উড়ে যায় স্কুলের ছাদের একটি অংশ। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। এর কিছুদিনের মধ্যেই ফের বিস্ফোরণ ঘটল টিটাগড়ে।  

Back to top button
%d bloggers like this: