রাজ্য

প্রকাশ্যে অস্বচ্ছতা! টেট পরীক্ষা চলাকালীনই ফোন হাতে পরীক্ষার্থীদের সঙ্গে কথোপকথন তৃণমূল নেতার, ফের কী দুর্নীতির ছায়া পড়বে টেটে?

টেট নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই রাজ্য জেরবার। এরই মধ্যে গতকাল, রবিবার ৬ বছর বাদে ফের হয়েছে টেট পরীক্ষা। এদিন পরীক্ষার নিরাপত্তা নিয়ে প্রশংসা শোনা গিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মুখে। কিন্তু এসবের মধ্যেই ফের উঠে এল টেট পরীক্ষায় অস্বচ্ছতার ছবি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবী, কড়া নজরদারি, নিরাপত্তা, চেকিং, বায়োমেট্রিক পদ্ধতি মেনে এবারের টেট সম্পন্ন হয়েছে। কিন্তু এরই মাঝে সেই সব দাবীকে কার্যত হাওয়ায় উড়িয়ে পরীক্ষা কেন্দ্রে অবাধে ঘুরতে দেখা গেল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার স্বরূপপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার সেন্টারে।

একদিকে প্রাথমিক টেটের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে, আর সেই পরীক্ষার মাঝেই তৃণমূল নেতাকে দেখা গেল পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে তাও আবার ফোন হাতে। এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতে তা ভাইরাল হয়েছে। টেট পরীক্ষা কেন্দ্রে কোন নিয়মে তৃণমূল নেতা প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সংশ্লিষ্ট স্কুলের দিকে।

জানা গিয়েছে, ওই অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের নাম মোমিনুল হাসান। তিনি সেই এলাকারই তৃণমূল পঞ্চায়েত প্রধান। পরীক্ষা কেন্দ্রে অবাধে বিচরণ করছেন এই নেতা, এমনটাই দেখা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে। শুধু তাই নয়, পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি।

গতকাল পরীক্ষা শেষ হওয়ার পরই এই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়। এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কী ফের দুর্নীতির ছায়া পড়বে এবারের টেটেও? তা নিয়ে আশঙ্কা বাড়ছে। আর পরীক্ষা কেন্দ্রে যখন মোবাইল ফোন নিষিদ্ধ, তাহলে এই ভিডিও তুললই বা কে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Back to top button
%d