ক্লাসের শিক্ষিকাকে শিস দেওয়ার অভিযোগ! শুধুমাত্র সন্দেহের বশে ৭ ছাত্রের চুল কেটে নিল শিক্ষিকা

স্কুলে শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন। সেই সময় ক্লাসের মধ্যেই শিস দেওয়ার ঘটনা ঘটে। শুধুমাত্র সন্দেহবশত শাস্তি স্বরূপ, কাঁচি দিয়ে ছাত্রদের চুল কাটলেন প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকার অমানবিক আচরণে আতঙ্কিত ছাত্ররা।
জানা যাচ্ছে, দক্ষিণেশ্বর আরিয়াদহ কালাচাঁদ স্কুলের ঘটনা। স্কুলের নবম শ্রেণিতে তখন ভৌতবিজ্ঞানের ক্লাস চলছিল। এক শিক্ষিকা তাদের ক্লাস নিচ্ছিলেন। অভিযোগ, সেই ক্লাস চলাকালীন শিস দেয় কোনও এক ছাত্র। শিক্ষিকা জানতে চান কে এই কাজ করছে! কোনও উত্তর না পাওয়ায় ওই শিক্ষিকা সন্দেহের বশে ৭ জন ছাত্রকে নিয়ে যান স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদারের ঘরে।
প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী মজুমদার সেই ছাত্রদের কাছ থেকে কোনও জবাব না পেয়ে, ৭ জন ছাত্রের মাথার চুল কেটে দেন। ওই সাত জন ছাত্রকে প্রধান শিক্ষিকা নিজের হাতে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন বলে অভিযোগ উঠছে। প্রধান শিক্ষিকার এই আচরণে ক্ষুব্ধ পড়ুয়াদের অভিভাবকরা। অভিভাবকরা ইতিমধ্যেই বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
ঘটনার পর থেকে প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তবে স্কুল পরিচালন কমিটির সদস্য অসীম দত্ত জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী ছাত্রদের ওপর কোনও অত্যাচার করা যায় না। যেকোনও উদ্দেশ্যেই ছাত্রদের চুল কাটার ঘটনা যথেষ্টই নিন্দনীয়।