রাজ্য

WB Election 2021: মানুষ এসব নাটক দেখে অভ্যস্ত, মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার প্রসঙ্গে দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার ঘটনাকে ‘নাটক’ বলে দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হলেন কে মানুষ এসব নাটক দেখে অভ্যস্ত।

এদিন দিলীপবাবু বলেন, “মুখ্যমন্ত্রী আহত হয়েছেন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিল কে? এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। মানুষ এসব  নাটক দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে”।

বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী আহত হওয়ার পর থেকেই নানান বিজেপি নেতারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এরই সঙ্গে প্রশ্ন তুলেছেন, তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তাদের দাবী, পূর্ণাঙ্গ তদন্তের আগেই এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তা ঠিক নয়।

আরও পড়ুন- একঝাঁক বিধায়ক, মন্ত্রী সহ অভিনেতা বনি সেনগুপ্ত যোগ দিলেন বিজেপিতে! এবার শুরু কৌশানীর বিরুদ্ধে লড়াই?

গতকাল, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর জানিয়েছিলেন যে, তাঁকে ৪-৫ জন ধাক্কা দিয়েছে। এরপরই এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে প্রচার শুরু করে তৃণমূল।

আরও পড়ুন- মুখে গাঁজা, রিভলভার হাতে তৃণমূল যুব নেতার ছবি ভাইরাল, নির্বাচনের প্রাক্কালে চূড়ান্ত অস্বস্তিতে শাসকদল

তবে, সেখানকার প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, চলন্ত গাড়ির দরজা খুলতে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর গাড়ির দরজা রাস্তার পাশে থাকা একটি খুঁটিতে ধাক্কা খেয়ে ফিরে যায়। এর জেরেই আহত হন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে কোনও স্থানীয় যোগ নেই। কোনও স্থানীয় ব্যক্তি তাঁকে স্পর্শ করেনি বা সেখানে কোনওরকমের ধাক্কাধাক্কি হয়নি বলেও দাবী স্থানীয়দের। এমনকি, আজ সকালে এসেছে প্রাথমিক তদন্তের রিপোর্ট। সেখানেও কোনও ষড়যন্ত্রের কথা উল্লেখ নেই।

Back to top button
%d bloggers like this: